আলোকিত মানুষ তৈরীর নেপথ্য নায়ক দানবীর আবদুল অদুদ চৌধুরী

0
331

শফিউল আলম, রাউজানদানবীর আবদুল অদুদ চৌধুরী প্রতিনিধিঃদানবীর আবদুল অদুদ চৌধুরী শিক্ষার আলো জ্বালিয়ে দিয়েছে তারই প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্টান উত্তর চট্টগ্রামের মধ্যে আলোকিত মানুষ তৈয়ারী করছে । রাউজান উপজেলার নোয়াজিশ পুর এলাকায় দরিদ্র পরিবারের জম্ম গ্রহন করেন মরহুম আবদুল অদুদ চৌধুরী । এলাকার সাবেক চেয়ারম্যান রাশেদুল আলম চৌধুরী ও বর্তমান চেয়ারম্যান সরোয়ার্দি সিকদার সহ এলাকার প্রবীনদের সাথে কথা বলে জানা গেছে, এলাকার দরিদ্র সৈয়দ আহম্মদের পুত্র আবদুল অদুদ চৌধুরী প্রথমে সুপারীর ব্যবসা করেন, পরে সুপারীর ব্যবসা ছেড়ে বার্মার রেঙ্গুনে পাড়ি জমায় মরহুম আবদুল অদুদ চৌধুরী । বার্মায় ব্যবসা করে আবদুল চৌধুরী দরিদ্র পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনেন । পরে বার্মা থেকে এসে চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় ব্যবসা করে আবদুল অদুদ চৌধুরী বিপুল পরিমাণ টাকা আয় করেন । দানবীর আবদুল অদুদ চৌধুরী রাউজানের গহিরা চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক থেকে গহিরা দলই নগর, চিকদাইর দক্ষিন সর্তা, নোয়াজিশ পুর এলাকার শেষ সীমনা পর্যন্ত নিজের টাকায় জমি ক্রয় করে সড়ক নির্মান করে দেয় । বর্তমানে ঐসড়কটি অদুদিয়া সড়ক নামে পরিচিত । দানবীর মরহুম আবদুল অদুদ চৌধুরী উত্তর চট্টগ্রামে শিক্ষার আলো প্রজ্বলিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত করেছেন রাউজানের নোয়াজিশ পুর ফতেহ নগর উচ্চ বিদ্যালয়, ফতেহ নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, নোয়াজিশ পুর অদুদিয়া ফাজিল মার্দ্রাসা, হাটহাজারী অদুদিয়া মার্দ্রাসা, চন্দ্রঘোনা অদুদিয়া মার্দ্রাসা, কাপ্তাই ফোরকানিয়া মার্দ্রাসা, হাটহাজারীর মেখলে মসজিদ, চাক্তাই ফোরকানিয়া মার্দ্রাসা । দানবীর আবদুল অদুদ চৌধুরী নিজের ব্যবসার আয়ের টাকায় জমি ক্রয় করে ঐ জমিতে নিজের টাকায় নির্মান করেন এই সব শিক্ষা প্রতিষ্ঠান । উত্তর চট্টগ্রামে দানবীর আবদুল অদুদ চৌধুরীর প্রতিষ্টিত এই সব শিক্ষা প্রতিষ্টান যুগ যুগ ধরে শিক্ষার আলো প্রজ্বলিত করে আসছে । এই সব শিক্ষা প্রতিষ্টান থেকে আলোকিত মানুষ তৈয়ারী হয়ে তারা দেশ ও জাতীর কল্যানে কাজ করছে । দানবীর আবদুল অদুদ চৌধুরী গত ১৯৭১ সালের নভেম্বর মারা যায় । দানবীর আবদুল অদুদ চৌধুরী মারা গেলে ও তার স্বজনেরা তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্টানে ও রাউজানের শিক্ষা প্রতিষ্টানগুলোতে অদুদ চৌধুরী বৃত্তি চালু রেখে শিক্ষার্থীদের লেখাপাড়ায় সহায়তা করে আসছে । দানবীর আবদুল অদুদ চৌধুরীর প্রতিষ্টিত শিক্ষা প্রতিষ্টানগুলো আবদুল অদুদ চৌধুরীকে সম্বরণীয় করে রাখবে যুগ যুগ ধরে । ঐসব শিক্ষা প্রতিষ্টান থেকে শিক্ষা গ্রহন করে যারা আলোর পথের সন্দ্বান লাভ করেছে তাদের কাছে ও দানবীর আবদুল অদুদ চৌধুরী স্মরণীয় হয়ে থাকবে । দানবীর আবদুল অদুদ চৌধুরীর নির্মিত অদুদিয়া সড়ক দিয়ে প্রতিদিন রাউজান ফটিকছড়ির হাজার হাজার মানুষ যাতায়াত করেন একারনে এলাকার হাজার হাজার মানুষ ও দানবীর আবদুল অদুদ চৌধুরীকে স্মরণ করেন প্রতিনিয়ত ।