আলোকিত সমাজ গঠনে শিক্ষার বিকল্প নেই

0
66

রাজা মিয়া
শফিউল আলম, রাউজান ঃ রাউজানের ১৪৫ নং উত্তর গুজরা ডাঃ রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও অভিবাবক সমাবেশে বক্তারা বলেছেন সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করে তুলতে অভিবাবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এলাকায় শিক্ষার আলো প্রজলি¬ত করতে এলাকার শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে। তবেই গড়ে উঠবে আলোকিত সমাজ।
গত ৪ এপ্রিল ২০১৬ বিদ্যালয় অডিটোরিয়ামে দাতা সদস্য, হালিশহর মুন্সি পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আবদুল হক মাষ্টারের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল মোহাইমেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউ পি সদস্য আবদুল মালেক, রাউজান প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন রানা, প্রবীণ শিক্ষক মাখন লাল বড়–য়া, প্রতিষ্টাতার কনিষ্ট পুত্র মোহাম্মদ এনায়েত আলী।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দন খাস্তগীরের পরিচালনায় বক্তব্য রাখেন ইতি বড়–য়া, শিব নারায়ন চৌধুরী, জেসমিন আকতার, মিলি দাশ, জান্নাতুল মাওয়া তুহিন।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী এবং বিগত প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।