আল্লাহর সৃষ্টি জগতের মূলকেন্দ্রবিন্দু হচ্ছে মিলাদে মোস্তাফা

0
104

শেয়ানপাড়া ১২ দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী উদ্বোধনী দিবসে বক্তারা

পটিয়া প্রতিনিধি॥
পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডে ১২দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (স:) এর উদ্ধোধনী দিবসে গত সোমবার বক্তারা বলেন, আল্লাহর অভিপ্রায়ে প্রথম সৃষ্টি নুরে মুহাম্মদী যারপরনাই সকল কিছুর সৃষ্টি। পর্যায়ক্রমে সকল কিছুর অস্তিত্বের মূলে রয়েছে মিলাদে মোস্তাফা। আল্লাহর বিশাল সৃষ্টি জগতের মধ্যে একমাত্র অদ্বিতীয় ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম যাকে স্বয়ং আল্লাহ দর্শন দিয়েছেন। শেয়ানপাড়ায় ১২ দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ:) উদ্যাপন কমিটির ব্যবস্থাপনায় প্রথম বারের মত আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হযরত শাহচান্দঁ আউলিয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত নুরুল হক শাহ্ (র:) এর নাতি হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ নুরুল কবির আলকাদেরী, প্রধান আলোচক হিসাবে ঈদে এ মিলাদুন্নবী (দ:) উদ্যাপনের গুরুত্ব ও মহুত্বে বিষয়ের উপর ত্বকরির পেশ করেন হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ সেকান্দর হোসেন আলকাদেরী।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাহফিল প্রস্তুতি কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবদুল মালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা আহম্মদ হালিমী, মাওলানা গাজী আবদুল মোমিন, মাওলানা নুরুল হক চিস্তী, মাওলানা আবদুল কাদের, মাওলানা আবদুল হাকিম প্রমূখ, জমিয়তে আহলে সুন্নাত ওয়াল জামা’আত ৪নং ওয়ার্ড পটিয়া পৌরসভার আহবায়ক মাওলানা মুহাম্মদ জাকের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলের সঞ্জালনায় ছিলেন মাওলানা ক্বারী মুহাম্মদ সিরাজুল মোস্তাফা। সুরা আহযাব এর ৪৫ হতে ৫০ পর্যন্ত আয়াতের তেলাওয়াতসহ আনুবাদ করেন কারী হাফেজ মুহাম্মদ সায়েমুল কবির। নাতে রাসুল (দ:) পরিবেশন করেন সাহের মুহাম্মদ রিয়াদুল হক।