আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজের আনন্দ শোভযাত্রা

0
67

ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে সরকারের নেয়া পদক্ষেপগুলোর সঠিক বাস্তবায়নের ফলে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করা সম্ভব হয়েছে। আর্থ-সামাজিক খাতে অর্জনগুলো অর্থনৈতিকভাবে ভঙ্গুরতা ঝুঁকি কমিয়েছে। পাশাপাশি মানব উন্নয়ন, আমদানি-রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ আর্থিক খাতে উন্নয়ন ঘটেছে। আর্থিক অন্তর্ভূক্তি সাধারণ মানুষের অর্থনৈতিক কর্মকান্ড বেগবান করেছে। ফলে বেড়েছে মাথাপিছু আয়। যা মধ্যম আয়ের দেশের পথে এগিয়ে নিচ্ছে বাংলাদেশকে। ফলে স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে আসার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এ উপলক্ষে অদ্য সকাল ১১টায় আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ নূর মোহাম্মদ আনছারীর নেতৃত্বে কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন এলাকা পদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। এসময় অধ্যাপকদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. সাইফুল ইসলাম, কাজী আজিজা বেগম, মো. হোসেন উদ্দিন চৌধুরী, জোবাইদা খাতুন, শেখ এম.বি রেজা আলী চৌধুরী, আলহামরা পারভীন, ড. মো. মোজাহেরুল আলম, রক্তিম বড়–য়া, অসীম বড়–য়া রুবেল, মো. নাসির উদ্দিন, কলেজ কর্মচারীদের মধ্যে মো. হুমায়ূন কবীর, মো. কামাল, মো. শফি, মো. সাইফুল, কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য জি.এস আমিনুল করিম, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সুজন গাজী, ছাত্রলীগ নেতা নিপু, জিহান, আবিব, মানিক, সাফিন, আদনান, সবুজ, আনাম, ইব্রাহিম, জসিম, শহীদ রনি প্রমুখ।