আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজের উন্নয়নে এগিয়ে আসুন

0
91

আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজের সভায়-মঈনুদ্দিন খান বাদল

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি মঈনুদ্দিন খান বাদল এম.পি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার সুশিক্ষায় শিক্ষিত দেশ ও জাতি গড়ার লক্ষ্যে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বাজেট ঘোষণা বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন হল এ অজপাড়া গ্রামীণ এলাকায় আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজটি সরকারিকরণ করায় এই এলাকায় মেধার বিকাশ আরো বেশি প্রসারিত হবে। অত্র এলাকা থেকে শিক্ষার্থীদের আর শরহমূখী হতে হবে না। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি এলাকাবাসী কৃতজ্ঞ এবং কলেজের উন্নয়নে সরকারের পাশাপাশি ধনাঢ্য, বিত্তশালী, বিদ্যুৎসাহী ও শিক্ষানুরাগী ব্যক্তিগণ এগিয়ে আসলে অত্র কলেজের সার্বিক উন্নতি দ্রুত এগিয়ে যাবে। অদ্য ৩০ এপ্রিল রবিবার বিকাল ৫টায় কলেজ শিক্ষক মিলনায়তনে কলেজ পরিচালনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এই আশাবাদ ব্যক্ত করেন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা কমিটির সদস্য সচিব ও অধ্যক্ষ নুর মোহাম্মদ আনছারী। সভায় কলেজকে সরকারি করণের প্রক্রিয়ার উপর গুরুত্বসহ আলোচনায় বক্তব্য রাখেন বিদ্যোৎসাহী সদস্য ও কলেজ পরিচালনা কমিটির ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত কাউন্সিলর আলহাজ্ব কফিল উদ্দিন খান, বিদ্যোৎসাহী সদস্য ও কলেজ পরিচালনা কমিটির মহাপরিচালক কর্তৃক মনোনীত এস.এম আকতারুল আলম, বিদ্যোৎসাহী সদস্য, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম, কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান মনোনীত আলহাজ্ব মোহাম্মদ খলিলুর রহমান, কলেজ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ তৌহিদুল হক, কলেজ পরিচালনা কমিটির দাতা সদস্য আলহাজ্ব কাজী মোহাম্মদ ইউসুফ, কলেজ পরিচালনা কমিটির হিতৈষী সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, কলেজ পরিচালনা কমিটির সম্মানিত অভিভাবক সদস্য মনছুর আলম, মোহাম্মদ শফিউল আজম, শিক্ষক প্রতিনিধি ড. মোহাম্মদ মোজাহেরুল আলম, শিক্ষক প্রতিনিধি শিরিন আকতার চৌধুরী, অভিভাবক সদস্য মোহাম্মদ নুরুল আজিম, প্রভাষক নুরুল আজম, কলেজ প্রভাষক সৈয়দ মোহাম্মদ মঈন উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, কলেজের অন্যান্য অধ্যাপক ও প্রভাষকবৃন্দ।