আ্দিলুর রহমান খানকে গ্রেপ্তার করেছে ডিবি

0
94

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আ্দিলুর রহমান খান শুভ্রকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তথ্য প্রযুক্তি আইনে শনিবার adilur_odhikarরাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানিয়েছেন, মতিঝিলে হেফাজতের সমাবেশের অভিযান নিয়ে তথ্য বিকৃতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান জানিয়েছেন, আমরা শুনেছি তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, রাত ১০টার পর আদিলুর রহমান একটিই অনুষ্ঠান শেষ করে গুলশানের ১১৭ নম্বর রোডের বাসায় ফিরছিলেন। বাসার সামনে আসা মাত্রই একটি পাজেরো জীপ তার গতিরোধ করে। জিপে থাকা কয়েকজন লোক নিজেদের ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেন। তারপর তাকে ওই গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, গুম, হত্যা ও বিচারবর্হিভূত হত্যাকান্ডের বিষয়ে সোচ্চার এই সংগঠনটি নিয়মিত এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে। হেফজাতের শাপলা চত্ত্বরের সমাবেশে আইন প্রয়োগকারী সংস্থার অভিযানের বিষয়েও সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করে অধিকার। শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের কর্মীদের তুলতে গত ৫ই মে রাতে আইনশৃঙ্খলা বাহিনী যে অভিযান চালায়, তাতে ৬১ জন নিহত হয় বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। অধিকারের ওই প্রতিবেদন প্রকাশের পর সরকারের পক্ষ থেকে অধিকারের কাছে বক্তব্যের সপক্ষে প্রমাণ চেয়ে গত মাসে চিঠি দেয়া হয়। তথ্য মন্ত্রণালয়ের পাঠানো ওই চিঠিতে কথিত নিহত ৬১ জনের পূর্ণাঙ্গ পরিচয়, নাম, ঠিকানা চেয়ে বলা হয়, ৫ই মে বিভিন্ন পত্রপত্রিকার কোথাও ১৬ জনের বেশি নিহত হওয়ার খবর পাওয়া না গেলেও প্রতিবেদনে ৬১ জন নিহত হওয়ার কথা বলা হয়েছে। ফলে ওই রাতে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী ও হেফাজতের সংঘর্ষে নিহতের সংখ্যা নিয়ে ভ্রান্ত ধারণার অবতারণা হয়েছে। অধিকার মন্ত্রণালয়ে ওই চিঠির জবাব পাঠিয়ে মতিঝিল অভিযান নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।