ইংরেজি শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে ইংরেজি শিক্ষকদের প্রশিক্ষণ

0
76

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের ইংরেজি শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণের লক্ষ্যে লক্ষ্মীপুরে ইংরেজি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ও মতবিনিময় সভা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জুলাই) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের মুক্তমঞ্চে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া। জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরিদর্শক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইকবাল হোসেন ও জেলা শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমা।

এ সময় বক্তারা বলেন, বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ে সবচেয়ে দুর্বল। আর এ দুর্বলতা কাটানোর জন্য সহজ ও সাবলীল ভাষায় তাদেরকে শিখাতে হবে। এছাড়া বিষয় ভিত্তিক ও বোর্ডের নির্দেশনা অনুযায়ী পাঠদান করার পাশাপাশি শিক্ষকদের ইংরেজি কথা বলা চর্চা করতে হবে।