ইংল্যান্ড হাইওয়ে রাস্তা ব্যবহারে গাড়ি চার্জ হবে

0
147

ইংল্যান্ড হাইওয়ে রাস্তা ব্যবহারে বিদ্যুৎ চালিত গাড়ি চার্জ হবে। পরিবেশ বান্ধব বিদ্যুৎ চালিত গাড়ি উদ্ভাবন হয়েছে তাও অনেকদিন। তবু এই গাড়ি তেমন জনপ্রিয়তা পায়নি।
ইংল্যান্ড হাইওয়েইংল্যান্ড হাইওয়ে
কারণ একটাই, সাধারণ গাড়ির প্রয়োজনীয় পেট্রোল পাম্পের মতো এই গাড়ির চার্জিং পাম্প রাস্তার ধারেই মেলে না।

তবে এই গাড়ির জন্য যদি এমন রাস্তা নির্মাণ হয়, যার উপর দিয়ে চালিত হলেই গাড়ি হবে ফুল চার্জ, তাহলে নিশ্চয়ই উৎসাহিত হবেন এই গাড়ির চালকেরা।

তেমনই এক রাস্তা নির্মাণ করছে ইংল্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষ। এ বছরের শেষ নাগাদ সেই রাস্তা খুলে দেয়া হবে টেস্ট ড্রাইভের জন্য। আর এ সুযোগ পাবে নির্দিষ্ট সংখ্যক কিছু গাড়ি।

তবে কিভাবে এই রাস্তা ব্যবহারে গাড়ি চার্জ হবে, সেই প্রযুক্তি বিষয়ে এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ। কন্ট্রাকটর নিয়োগের পর এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ইংল্যান্ড হাইওয়ের প্রধান প্রকৌশলী মাইক উইলসন বলেন, আশা করি ওয়্যারলেস পাওয়ার টেকনোলজির ব্যবহারে আমরা টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পারবো। আর এর ব্যবহারে আমাদের সড়ক পরিবহন ব্যবস্থা ও ব্যবসার উন্নয়ন হবে।