ইউক্রেনকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন পুতিন

0
98

ইউক্রেনকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন পুতিনইউক্রেন ও রাশিয়ার মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। ইউক্রেন তার দেশের বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর রাশিয়া কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এরই মধ্যে তারা ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছে বাড়তি সেনা। এ ঘটনায় সেখানে সরাসরি যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ইউক্রেনের কমান্ডোরা বিদ্রোহীদের শক্ত ঘাঁটি সেøাভিয়ানস্কে অভিযান চালানোর প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, এ বিষয়ে মস্কোকে প্রতিক্রিয়াশীল হতে বাধ্য করা হয়েছে। এ ঘটনায় ইউক্রেনকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলেছে, সের্গেই শোইগু বলেছেন, যদি (ইউক্রেনের) এই সামরিক অভিযান বন্ধ না হয় তাহলে অনেক মানুষ নিহত ও আহত হবে। এমন পরিস্থিতিতে রাশিয়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ইউক্রেনের কমান্ডোরা অভিযান চালালে কমপক্ষে দু’ বিদ্রোহী নিহত হয়েছে। এর মাধ্যমে সেøাভিয়ানস্ক শহরের বাইরে বিদ্রোহীরা যে চেকপয়েন্ট বসিয়েছিল তা পরিস্কার করা হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপোলে অশান্ত অবস্থা বিরাজ করছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রী আরসেন আভাকভ বলেছেন, সরকারি বাহিনী
রুশপন্থিদের দখলমুক্ত করেছে সিটি হল।