ইউপি নির্বাচন সাক্ষাতকার পর্ব-২: আবুল কালাম আবু

0
86

দলের স্বার্থে আমি আবার প্রার্থী হবো-একান্ত সাক্ষাৎকারে বটতলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আবু 

ধারাবাহিক সাক্ষাৎকারের ২য় পর্বে নিউজচিটাগাং এর মুখোমুখি আনোয়ারা বটতলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আবু

ইমরান এমি.আনোয়ারা: আবুল কালাম আবু বটতলী ইউনিয়ন পরিষদের ২বারের নির্বাচিত চেয়ারম্যান। ৮২ সালের ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসাবে ছাত্ররাজনীতির হাতেখড়ি। পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেছেন বটতলী শাহ মোহছেন আউলিয়া কলেজ ছাত্রদলের সভাপতি, আনোয়ারা উপজেলা ছাত্রদলের সভাপতি,চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের নিউজচিটাগাংসাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সম্পাদক। বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সমাজ কল্যান সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। নিউজচিটাগং এর সাথে একান্ত সাক্ষাৎতে জানালেন বটতলী ইউনিয়নের সমস্য সম্ভাবনার কথা। আগামী জ আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নে নির্বাচর অনুষ্ঠিত হবে। উপজেলার ৪নং বটতলী থেকে আবারো প্রার্থী হবার আগ্রহ প্রকাশ করেছেন বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আবু। তিনি জানান যেহেতু এবারের দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে তাই দলের মনোনয়ন নিয়েই নির্বাচন করবো। নিউজচিটাগাং – কোন দৃষ্টি থেকে প্রার্থী হওয়ার চিন্তা করছেন আবু চেয়ারম্যান – ২০০৩ সাল থেকে বটতলীবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি,অনেক কাজ করেছি,অনেক কাজ এখনো সমাপ্ত হয়নি। সেই অসমাপ্ত কাজ সমাপ্ত ও সেবারমান বাড়ানোর লক্ষে আমি আবার প্রার্থী হবো। নিউজচিটাগং – আপনার নির্বাচনী এলাকা আপনি কিভাবে দেখতে চান আবু চেয়ারম্যান – আমার নির্বাচনী এলাকাকে একটি শিক্ষায় স্বয়ংস্বপূর্ণ ও মাদকমুক্ত আদর্শ ইউনিয়ন হিসাবে দেখতে চাই। নিউজচিটাগাং – কোন পর্যায়ে ছিল কোন পর্যায়ে এনেছেন আবু চেয়ারম্যান- আমি নির্বাচিত হওয়ার পর থেকে আমার ইউনিয়ন কে একটি স¦য়ংস্বর্ম্পূণ এলাকা হিসাবে দাড় করেছি। নিউজচিটাগাং – রাস্তাঘাটের উন্নয়নে আপনার কি ভূমিকা ছিল আবু চেয়ারম্যান – গ্রামের কাচা রাস্তা, স্কুল মাদ্রাসা ও গ্রামীন সড়কের কাজ করেছি, কিছু কাজ অসমাাপ্ত রয়েছে অতিশিখ্রই তা সমাপ্ত করা হবে। নিউজচিটাগাং- নির্বাচিত হলে রাস্তা ঘাট নিয়ে পরিকল্পনা কি আবু চেয়ারম্যান- নির্বাচিত হলে বর্তমানে আমার নির্বাচনী এলাকায় একটি কলেজ, ২ টি উচ্চ বিদ্যালয় ও ৭টি প্রাথমিক বিদ্যালয় ও একটি দাখিল মাদ্রাসা রয়েছে এ সড়ক দিয়ে যাতে শিক্ষার্থীদের যতায়াতে কোন প্রকার সমস্য না হয় তার জন্য তা দ্রুত বাস্তবায়ন করবো। নিউজচিটাগাং – এলাকার গরীব দুস্থদের জন্য কি করার পরিকল্পনা আছে আবু চেয়ারম্যান – সরকারী, বেসরকারী ও নিজ উদ্যেগে আমার নির্বাচনী এলাকার গরীব অসহায় দুস্থদের বিভিন্ন ভাতা ও সাহায্য প্রদান করে আসছি। আগামীতে ও তা অব্যাহত থাকবে। নিউজচিটাগং – মাদকমুক্ত সমাজ গঠনে আপনার ভূমিকা কি আবু চেয়ারম্যান – মাদক ভয়ংকর একটি মরণব্যাধি, উন্নত জাতি গঠনে মাদকমুক্ত সমাজ খুবই জরুরী, তাই মাদকের বিরুদ্ধে আমার সংগ্রাম অব্যাহত থাকবে। নিউজচিটাগাং – আপনার ইউনিয়নে স্যানিটারি ল্যাট্টিন ব্যবহারকারীর সংখ্যা কতভাগ আবু চেয়ারম্যান – আমার ইউনিয়নের স্যানিটারি ল্যাট্টিন ব্যবহারকারীর সংখ্যা ৯০/ভাগ, বাকী ১০/ভাগ তা ও পরিবেশ দূষণমুক্ত আছে। অতি শিখ্রই তা ও স্যানিটারী ল্যাট্টিনের আওতায় আনা হবে। নিউজচিটাগাং- আপনার এলাকায় নেই অথচ লাগবে এমন কিছু কি আবু চেয়ারম্যান – আমার এলাকায় নাই অথচ খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিকেল লাগবে। যা সমাজের জন্য খুবই জরুরী। নিউজচিটাগাং – আপনার ইউনিয়নের সমস্যা ও সম্ভাবনা কি আবু চেয়ারম্যান – বটতলী পাহাড়ের পাদ দেশে চায়না কোম্পানীর সাথে একটি কারখানা করার চুক্তি হয়েছে তা বাস্তবায়ন হলে হাজার হাজার বেকারের কর্মসস্থান সৃষ্টি হবে যা আমাদের জন্য বিরাট সম্ভাবনা। সমস্যা হচ্ছে পাশ্ববর্তী বিভিন্ন ইউনিয়ন ভাঙ্গনের কবলে পড়ে সাঙ্গুর গর্ভে বিলীন হয়ে যায় এলাকা, আর সে এলাকার মানুষগুলো এ ইউনিয়নে বসতি স্থাপন করছে যার কারনে এ ইউনিয়নে দিন দিন জনসংখ্যা হ্রাস পাচ্ছে। নিউজচিটাগাং – আপনি কি দলীয় সমর্থন না পেলে নির্বাচন করবেন আবু চেয়ারম্যান – আমি শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে সেই ছাত্ররাজনীতি শুরু আজো পর্যন্ত দলের স্বার্থে নিংস্বার্থভাবে কাজ করে যাচ্ছি। দলীয় ব্যানারে যেহেতু এবারের নির্বাচন অনষ্ঠিত হবে সেহেতু আমি দলের মনোনয়ন চাইবো। দল যদি মনোনয়ন না দেয় দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করে যাবো। তবে আমি শতভাগ আশাবাদি দল আমাকেই মনোয়নয়ন দিবে কারণ আমি ২ বারের নির্বাচিত চেয়ারম্যান।