ইকবাল-জামিলের আদর্শ রাজনীতি থেকে শিক্ষা নিতে হবে

0
98

ইকবাল-জামিলের আদর্শ রাজনীতি থেকে শিক্ষা নিতে হবেনিজস্ব প্রতিনিধি, রাউজান
রাউজানের এককালের তুখোড় ছাত্রনেতা শহীদ ইকবাল হোসেন খোকন ও গিয়াস উদ্দিন জামিলের ২১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বক্তারা বলেছেন শহীদ ইকবাল-জামিল বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন। নতুন প্রজন্মের ছাত্রলীগকে ইকবাল-জামিলের আদর্শ রাজনীতি থেকে শিক্ষা নিতে হবে। বক্তারা বলেন কাঁপানো এই দুই ছাত্রনেতার খুনীদের বিচার একদিন এই বাংলার মাটিতে হবে। গতকাল বৃহষ্পতিবার সন্ধ্যায় গশ্চি নয়াহাটস্থ গার্ডেন কমিউনিটি সেন্টার মাঠে শহীদ ইকবাল-জামিল স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী।
শহীদ ইকবাল-জামিল স্মৃতি সংসদের সভাপতি ও চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিরেন রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান ও শহীদের সহচর লায়ন সাহাবুদ্দিন আরিফ, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা আকতার হোসেন খান, চেয়ারম্যান রোকন উদ্দিন। সাবেক ছাত্রনেতা এস এম শফির পরিচালনায় বক্তব্য রাখেন নিজাম উদ্দিন বাদশা, মো. জাফর আহমদ, মোজাফফর হোসেন তালুকদার, সামসুদ্দোহা সিকদার আরজু, আবুল বশর বাবুল, মনজুর হোসেন, তফসির আহমেদ বাবুল, দুলাল কান্তি বড়–য়া, বাবুল মিয়া মেম্বার, শেখর বিশ্বাস, শহীদের ছোট ভাই মোশারফ হোসেন ছোটন, আবদুল নবী, দোস্ত মোহাম্মদ, মোহাম্মদ ইউছুফ, সাজু সিকদার, জাহাঙ্গীর সিকদার, দক্ষিণ রাউজান ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার সোহেল, সম্পাদক জাহাঙ্গীর আলম, জামশেদুল আলম তাহুল, আ.জ.ম রাশেদ, শহীদ ইকবাল-জামিল স্মৃতি সংসদের সাধারন সম্পাদক জাবের হোসেন, ছাত্রনেতা দিদারুল আলম, স্বপন চৌধুরী, , ফজল করিম, মাহাবুল আলম, আনোয়ার হোসেন মেম্বার, নুরুল হক মেম্বার, নুর মোহাম্মদ, সালাউদ্দিন, আজম, মো. ইউনুছ, কামরুল, পারভেজ, ওমর ফারুক, উজ্জ্বল, তারেক, আজাদ, টিপু, ইসমাঈল, মঈন উদ্দিন মঈন, মুরাদ, সাহাবু প্রমূখ। আলোচনা সভার আগে মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র‌্যালি, দুই ছাত্রনেতার কবরে বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়–য়া, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, ইকবাল-জামিল স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠনের পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া সকালে খতমে কোরআন, মোনাজাত ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।