ইট বালি দিয়ে জনভোগান্তি লাঘব করল ছাত্রলীগ

0
65

সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার সদরের ব্যস্থতম বানিজ্যিক শহর ঈদগাঁও বাজারের দক্ষিন পাশে হাজার জনগনের ভোগান্তির অন্যতম কাঁদাযুক্ত ডিসি সড়কে ইট বালি দিয়ে ভোগান্তি – দুর্ভোগ লাঘব করল ছাত্রলীগ। ৬জুন বিকাল ৩ টার দিকে কক্সবজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এম ফিরোজ উদ্দিন খোকার নেতৃত্বে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ উদ্দিন রাশেদসহ অসংখ্য নেতাকর্মী এ মহতি কাজে অংশ নেয়। জানা যায়,বাজারের ডিসি সড়কটি বাশষ্টেন থেকে সওদাগর পাড়া রাস্তার মাথা পর্যন্ত সংস্কার হলেও বাকি অংশটি বৃষ্টির পানিতে তলিয়ে যেত। অতিরিক্ত যান চলাচলের কারনে কাঁদাযুক্ত হয়ে মানুষ চলাচলে সীমাহিন দুর্ভোগ পোহাতে হয়েছিল। বাধ্য হয়ে অনেকেই বিকল্প সড়ক ব্যবহার করে আসছিল। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছিল এ সড়কের একাংশ। সড়কটি করুন অবস্থা স্থানীয়রা বেশ কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে তুলে ধরলে স্বেচ্ছায় ছাত্রলীগের নেতাকর্মীরা উদ্দ্যেগটি হাতে নেয়।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এম ফিরোজ উদ্দিন খোকা জানান, জনগনের ভোগান্তি দেখে প্রায় একশ মিটার কাঁদাযুক্ত সড়কে ১০ ট্রাক ভাঙ্গা ইট,৫ ট্রাক বালি বসিয়ে জনদুর্ভোগ লাগব করা হয়েছে। তিনি আরো জানান ,জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ট কর্মী হিসেবে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যায়ে এগিয়ে যেতে মানবিক কাজে অংশ নিয়েছি। এ মহতী কাজে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ও ঈদগাঁও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিম, ছাত্রলীগ নেতা কাজী আবদুল্লাহ,জাহেদ ইকবাল হাসিব,শাহরিয়ার সেজান,ইফতি,ফারুক,শাকিলসহ অনেকেই।