ইন্টারনেটে কনটেন্ট ফিল্টারিংয়ের প্রকল্প শুরু হয়েছে

0
41

সামাজিক মাধ্যম বা যে কোনো ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে জাতীয় হুমকি এবং ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক উস্কানিমূলক বিভিন্ন তথ্য ও মতামত প্রচার নিয়ন্ত্রণ করতে কনটেন্ট ফিল্টারিংয়ে একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে।সোমবার ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘আইটিইউ বিটিআরসি এশিয়া-প্যাসিফিক রেগুলেটরস রাউন্ডটেবিল -২০১৮’ সম্মেলন এর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের এসব তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।২০১৩ সাল হতে দীর্ঘসময় এই প্রকল্প ঝুলে ছিল। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রকল্পটি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিয়েছেন মোস্তাফা জব্বার।এই প্রকল্প ডিজিটাল নিরাপত্তা বিষয়ক উল্লেখ করে মন্ত্রী জানান, প্রত্যাশা করছি এ প্রকল্প শেষ করতে পারলে তখন সম্পূর্ণভাবে কনটেন্ট ফিল্টারিং অথবা যে ধরনের বিষয়গুলো যাচাই-বাছাই করা দরকার সেগুলো করার সক্ষমতা আসবে।সম্মেলনের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশের প্রায় প্রতিটি ইউনিয়নে অপটিক্যাল ফাইবার দেয়া হয়েছে। দেশের প্রতিটি অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক পৌঁছেছে। মহাকাশে ৫৭তম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশে হিসেবে পৃথিবীর বুকে মর্যাদার সঙ্গে আসীন বাংলাদেশ।বিগত নয় বছরে দেশে টেলিযোগাযোগ খাতে ব্যাপক উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরে তিনি বলেন, পৃথিবীর অল্প কয়েকটি দেশের তালিকায় ঢুকে গেছে বাংলাদেশ যারা ফাইভ-জি প্রযুক্তির পরীক্ষা করেছে। এই প্রযুক্তিতে বাংলাদেশ পৃথিবীর উন্নত দেশের সঙ্গে সমানতালেই থাকবে।বাংলাদেশে ডাক, টেলিযোগাযোগ বিভাগ ও বিটিআরসির যৌথভাবে এ রাউন্ডটেবিল সম্মেলনের আয়োজক। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) ও এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেলিকম সংস্থা (এপিটি)-এর উদ্যোগে এ সম্মেলনে টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা অংশ নিয়ে থাকেন।উদ্বোধনী অনুষ্ঠানে আইটিইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক আইওয়ান করোইভুকি, এপিটির মহাসচিব মিস আরিওয়ান হাওরাংসি, ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর শিকদার, বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হকসহডিজিটাল ট্রান্সফর্মেশন: ডিজিটাল অর্থনীতির জন্য ইকো-সিস্টেম, সবার জন্য ব্রডব্যান্ড সেবা, গ্রাহকের ডাটার নিরাপত্তায় লিগ্যাল এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, ডিজিটাল কানেক্টিভিটি উন্নয়নের বাধাসমূহ এবং এর প্রতিকার, নতুন নতুন প্রযুক্তির চ্যালেঞ্জ এবং এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থাসমূহের করণীয় এবারে বৈঠকের বিভিন্ন সেশনে উল্লেখযোগ্য আলোচ্য।