ইন্টারন্যাশনাল তার্কিজ হোপ স্কুলের উদ্যোগে গরম কাপড় বিতরণ

0
66

রাউজানের ঢেউয়া হাজী পাড়ায় গরীব অসহায় শীতার্থদের মাঝে

নিজস্ব প্রতিনিধি,রাউজানঃ
…………………………….
চট্টগ্রাম নগরীস্থ ইন্টারন্যাশনাল তার্কিজ হোপ স্কুলের উদ্যোগে রাউজান পৌরসভার ঢেউয়া হাজী পাড়াবাসীর ব্যবস্থাপনায় ঢেউয়া হাজী পাড়ায় গরীব অসহায় শীতার্থদের মাঝে কম্বল ও ছোটদের গরম কাপড় বিতরণ করা হয়। গতকাল শনিবার দুপুরে ঢেউয়া হাজী পাড়াস্থ দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ মোহাম্মদ ইউসুফ চৌধুরীর বাড়িতে আয়োজিত উক্ত শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণের সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী, ইন্টারন্যাশনাল তার্কিজ হোপ স্কুলের শিক্ষক ধফহধহ ড়ুঃধং, ইন্টারন্যাশনাল তার্কিজ হোপ স্কুলের শিক্ষক সঁংধন মুঁবষবষ, তরুন সমাজসেবক জানে আলম জামাল, মো. মঈনুদ্দিন আল হিমেল চৌধুরী, ওমর ফারুক, শাহ আলম তালুকদার, আব্দুল আউয়াল সুজন, মো. সেলিম, রুবেল, রাসেল, মো. তসলিম উদ্দিন প্রমূখ। এতে ইন্টারন্যাশনাল তার্কিজ হোপ স্কুলের উদ্যোগে ঢেউয়া হাজী পাড়ার গরীব অসহায়দের মাঝে দুই শতাধিক কম্বল ও অনেক শিশুদের শীতের গরম কাপড় প্রদান করা হয়। উল্লেখ্য যে ইন্টারন্যাশনাল তার্কিজ হোপ স্কুলের শীতবস্ত্র নেয়ার জন্যে উৎসবমূখর পরিবেশে শতশত নারী পুরুষ পুর্বে থেকে অপেক্ষা করতে থাকেন। অনেকে শীত নিবারণের কম্বল পেয়ে হাসিমুখে বাড়ি ফিরেন।