ইন্দোনেশিয়ায় নতুন প্রজাতির ইঁদুরের সন্ধান

0
101

নতুন প্রজাতির ঈদুরবিজ্ঞানীদের একটি দল ইন্দোনেশিয়ায় ইঁদুরের নতুন এক প্রজাতি আবিষ্কার করেছেন। গত জানুয়ারিতে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে প্রথম ওই প্রজাতির ৫ টি ইঁদুর খুঁজে পান অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং যুক্তরাষ্ট্রের গবেষকরা।

‘হিওরাইনোমিস স্টুয়েম্পকেই’ বৈজ্ঞানিক নামের ইঁদুরটির প্রচলিত নাম রাখা হয়েছে ‘হগ-নোজড র‌্যাট’ বা শূকর-নেকো ইঁদুর। ইঁদুরটির এমন কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে, যা এর আগে অন্য কোনো প্রজাতিতে দেখা যায়নি।

যার মধ্যে রয়েছে বড় কান, লম্বা লেজ, নিচের পাটিতে বড় দাঁত এবং অবশ্যই, শূকরের মতো নাক।

মিউজিয়াম ভিক্টোরিয়ার স্তন্যপায়ী বিভাগের তত্ত্বাবধায়ক কেভিন রাউই জানান, নতুন ওই প্রজাতিটি সম্পর্কে আগে কোনো ধরণের তথ্যই লিপিবদ্ধ হয়নি। এশিয়া এবং অস্ট্রেলিয়ায় প্রত্যন্ত পার্বত্য অঞ্চলগুলোতে প্রাণের বিকাশ সম্পর্কে বিস্তারিত জানতেই জরিপ চালিয়েছিলো তার দলটি।

ইঁদুরগুলো সম্পর্কে বা সেগুলো কতদূর পর্যন্ত ছড়িয়ে আছে, সে সম্পর্কে এখন পর্যন্ত তেমন কিছুই জানা যায়নি।

কাছাকাছি প্রজাতির আরো এক ধরনের ইঁদুরও সুলাওয়েসি দ্বীপে দেখা গেছে বলে জানিয়েছেন রাউই।