ইবি উপাচার্যের গাড়িতে হামলার ঘটনায় ডাকাতি মামলা

0
51

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর গাড়িতে হামলার ঘটনায় মামলা করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকা থেকে ক্যাম্পাসের উদ্দেশে ফেরার পথে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বড়দা এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।

শৈলকুপা থানায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ বাদী হয়ে একটি মামলা করেছেন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ বলেন,‘উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর গাড়িতে হামলার ঘটনায় ১০/১২জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে।’

শৈলকুপা থানার কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ইবি উপাচার্যের গাড়িতে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি ডাকাতি মামলা করা হয়েছে। অপরাধীদের খুঁজে বের করতে এলাকার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে।