ইভটিজিংয়ের দায়ে এক বখাটের দুই মাসের কারাদন্ড

0
62

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়–য়া এক ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে এক বখাটের দুই মাসের স্¦শ্রম কারাদন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাফায়েত মো:শাহেদুল ইসলাম। বখাটে যুবক রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বড়বিল এলাকার বাসিন্দা মো:শফির পুত্র মিজানুর রহমান(২০)। বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিছুর রহমান জানান বখাটে যুবক মিজানুর রহমান প্রায় সময় বিদ্যালয় থেকে যাওয়ার পথে উক্ত ছাত্রীকে উত্যক্ত সহ নানা ধরনের কু প্রস্তাব দিয়ে আসছিলো। অবশেষে গতকাল বৃহস্পতিবার বিষয়টি ছাত্রীর অভিভাবক পুলিশকে জানালে সাথে সাথে গ্রেফতার পুর্বক উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও আদালতে হাজির করা হলে তাকে বিকাল ৩ ঘটিকার সময় ইভটিজিংয়ের দায়ে দুই মাসের স্বশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বর্তমানে বখাটে যুবক মিজানুর রহমান নাইক্ষ্যংছড়ি থানা হাজতে আটক রয়েছে। শুক্রবার তাকে বান্দরবান জেল হাজতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানায়।