ইরাকে এ বছর মে মাসে সহিংসতায় নিহত হয়েছে প্রায় ৮শ’ মানুষ

0
70

ইরাকে এ বছর মে মাসে সহিংসতায় নিহত হয়েছে প্রায় ৮শ’ মানুষ। বিপুল সংখ্যক এ প্রাণহানির ঘটনায় গত মাসটিই সবচেয়ে রক্তক্ষয়ী ছিল বলে জানিয়েছে জাতিসংঘ।

মোট ৭৯৯ জন নিহতের মধ্যে ১৯৬ জনই ছিল নিরাপত্তা বাহিনীর সদস্য। আর বাদবাকীরা সাধারণ নাগরিক। সুন্নি মুসলিম জঙ্গি হামলায়ই সাধারণত মানুষ নিহত হয়েছে বশি।

তবে জাতিসংঘের এ হিসাবের চেয়ে ইরাকে নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলে জানানো হয়েছে খবরে। কারণ নিহতের নতুন এ পরিসংখ্যানে ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের হতাহতের সংখ্যা যোগ করা হয়নি। ওই অঞ্চলে সেনাদের সঙ্গে আদিবাসী ও জঙ্গি গ্রুপগুলোর লড়াই চলছে।

তবে ২০০৬-২০০৭ সালের তুলনায় ইরাকে রক্তক্ষয় কমে এসেছে। ওই সময় দেশটিতে শিয়া-সুন্নি হত্যাকাণ্ড তুঙ্গে পৌঁছেছিল। কিন্তু ২০০৮ সাল থেকে সহিংসতা কমে আসতে শুরু করার পর গত বছরই ছিল ইরাকের সবচেয়ে রক্তক্ষয়ী বছর।