ইলিশে সয়লাব ফিসারিঘাট-চাঁদপুরের মাছের মোকাম

0
106

সাগরের ইলিশে সয়লাব ফিসারিঘাট-চাঁদপুরের মাছের মোকাম। মৌসুমের এ সময় হঠাৎ করে ইলিশের আমদানি বেড়ে যাওয়ায় এখন ব্যস্ত আড়তের ব্যবসায়ীরা। প্রতিদিন দুই থেকে আড়াই হাজার মণ ইলিশ বেচা-কেনা হচ্ছে। জেলার মৎস্য কর্মকর্তার দাবি, সরকারের জাটকা সংরক্ষণ কর্মসূচি সফল হওয়ায় ইলিশের উৎপাদন বেড়েছে।

সকাল থেকেই সরগরম চট্টগ্রামের প্রধান মাছের আড়ৎ ফিসারিঘাট এবং চাঁদপুরের প্রধান মাছের আড়ৎ বড়ষ্টেশন। এখানে মূলত দক্ষিণাঞ্চলের সাগরের ইলিশ আসছে। ভোলার মনপুরা, ঢালচর, নোয়াখালীর হাতিয়া কিংবা লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার থেকে ট্রলারে ইলিশের চালান আসছে।

তারপর এখান থেকে মাছের চালান যাচ্ছে দেশের বড় বড় বাজারে। ব্যবসায়ীরা জানালেন, দীর্ঘদিন ধরে মাছের আমদানি কম থাকায় ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছিল। কিন্তু মৌসুমের এ সময় ইলিশের সরবরাহ বেড়ে যাওয়ায় দারুণ খুশি সবাই।

উৎপাদন বাড়াতে সরকারের নানামুখী কর্মসূচির কারণে ইলিশের সরবরাহ বেড়েছে এমন দাবি জেলার মৎস্য কর্মকর্তা সফিকুর রহমানের।

চাঁদপুরের আড়তে এক কেজি ওজনের প্রতি মণ ইলিশ দাম উঠেছে ৩৬ হাজার থেকে ৪০ হাজার টাকা, ৭ শ থেকে ৯ শ গ্রাম পর্যন্ত ২৪ হাজার টাকা এবং ছোট আকারের ইলিশ প্রতি মণ ১৬ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।