‘‘ইসলামের ঐতিহ্যকে ধারণ করে সমাজ গড়তে হবে’’

0
84

ইসলামে ঐতিহ্য
বায়তুশ শরফের শ্রদ্ধেয় পীর বাহরুল উলুম শাহ মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন (মা:জি:আ:) বলেছেন, ইসলামই ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির একমাত্র গ্যারান্টি। ইহকালীন কল্যাণ ও পরকালীন শান্তির জন্য ইসলামের দিকে সবাইকে আসতে হবে। তিনি বলেন রাসুল (স:) সহ সাহাবী ও আল্লাহর অলি গণের জীবনের শিক্ষাকে ধরণ করতে হবে। ইসলামী যুগের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করতে হবে। আমাদের শ্রদ্ধাবাজন হযরত কেবলা মীর মো: আখতর রাঞ: এর স্মৃতি বিজড়িত বাবে আখতর (রহ) গেইটও ইসলামের একটি ধারক ও বাহক হিসেবে থাকবে।

বায়তুশ শরফের পীর ও ইসলামী ব্যাংক শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান বাহরুল উলুম শাহ মাওলানা কুতুব উদ্দিন (ম.জি.আ.) গতকাল বাদে আছর লোহাগাড়ার চুনতিতে শাহ জব্বারিয়া সড়কে বাবে মীর আখতর (রহ:) এর নামে নির্মিত তোরণ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় উপরোক্ত কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন চুনতির মরহুম শাহ সাহেব কেবলার ঘনিষ্ট সহচর মাওলানা কাজী নাছির উদ্দিন, চুনতি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, মুহাদ্দিস মাওলানা হাফেজ শাহে আলম, এন আমিন প্রপার্টিজ এর ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব নূর মোহাম্মদ শহীদুল্লাহ, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদ্বীন প্রমুখ। হাজী শপিং সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লীদের নিয়ে মহান রাব্বুল আলামীনের দরবারে বিশেষ মোনাজাত করেন পীর সাহেব কেবলা। এ সময় তিনি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা ও বাংলাদেশের উপর মহান আল্লাহর রহমত কামনা করেন।