ইসলামের সঠিক আদর্শ অনুস্মরণ করলে পরিশুদ্ধ মানুষ হওয়া সম্ভব

0
42

সাতকানিয়ায় আলিফ-লাম-মীম বার আউলিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আলহাজ্ব জাফর ফকিরের পরিচালনায় দু’দিন ব্যাপী ১৯তম আজিমুশ্শানে জিকির মিলাদুন্নবী ও সীরাতুন্নবী (স:) মাহফিল ২০২০ বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সমদের সভাপতিত্বে গত ১৩ মার্চ রাত ৮ টায় উত্তর ঢেমশা স্থানীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা, রূপালী ব্যাংকে সাবেক পরিচালক আবু সুফিয়ান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মোঃ জসিম উদ্দিন, সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন, মার্দাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ম.ম সেলিম চৌধুরী, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ, প্রধান মোফাচ্ছির হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ধর্মীয় ও মিডিয়া ব্যক্তিত্ব ঢাকা শ্যামলী নুর জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা রফিকুল ইসলাম তানজিম। বিশেষ মোফাচ্ছির হিসেবে বক্তব্য রাখেন আঞ্জুমান আহমদিয়া জাহাঙ্গীরিয়া সুন্নিয়া মুসজিদ পরিচালনা পরিষদ চট্টগ্রামের হাফেজ মাওলানা ক্বারী মুহাম্মদ জাহাঙ্গীর আলম আলকাদেরী, সাভার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম হোছাইনী, পটিয়া শাহ্ চাঁন্দ আউলিয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা মিসকাত উদ্দিন আলকাদেরী। স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্ব জাফর আহমদ ফকির। সভায় প্রধান অতিথি
তার বক্তব্যে বলেন, ইসলাম কখনো জঙ্গিবাদ ও সন্ত্রাসকে সমর্থন করে না। ইসলাম সবসময় শান্তি, শৃঙ্খলা এবং ঐক্যের পথে মানবতার জয়গান করে। তিনি বলেন আসুন আমরা মহান আল্লাহ তাআলা ও রাসূল (দ.) জীবন আদর্শ অনুস্মরণ করে নিজেদেরকে সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করি। তিনি বলেন বর্তমান সরকার মসজিদ, মাদ্রাসা, এবতেদায়ী সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো এবং মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। তিনি নতুন প্রজন্মকে নৈতিকতা এবং দেশপ্রেমের শিক্ষা প্রদানের জন্য মসজিদের খতিব ও মাদ্রাসার শিক্ষকদের আহ্বান জানান। সাথে সাথে সমাজের যাবতীয় কুসংস্কার থেকে নতুন প্রজন্ম থেকে শুরু করে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। ইসলামের সঠিক মর্মবাণী অনুধাবন করার আহ্বান জানান।