‘‘ইসলাম ধর্ম ও তরিকত চর্চায় উগ্র জঙ্গীবাদের স্থান নেই’’

0
118

মোনাজাতরত নজিবুল বশর
ফটিকছড়ি সংবাদদাতা: মাইজভান্ডার দরবার শরীফের বিকাশকারী সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী (ক.) এর খোশরোজ শরীফ ও আলোচনা সভা।

সভায় সাজ্জাদানশীন সৈয়দ মুজিবুল বশল মাইজভান্ডারী বলেছেন, ইসলাম ধর্ম যুগে যুগে মর্ডাণ তরিকত চার্চাও মর্ডাণ ইসলাম ধর্ম ও তরিকতের মাঝে উগ্র জঙ্গীবাদের কোন স্থান নেই। কিন্তু ইসলামের অপব্যখ্যা করে এক শ্রেনীর ধর্মান্ধরা মুসলিমদের উপর আঘাত করছে। সারা বিশ্বে মুসলিম নারী ও শিশুদের উপর আঘাত করে বিশ্ব মানবতা ধ্বংস করছে।

এ অবস্থায় উত্তরনের জন্য শান্তি-শৃংখলা ও সাম্যের পথ মাইজভান্ডারী তরিক্বতের বিকল্প নেই। তাই সকলকে মাইজভান্ডারী তরিক্বার পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়া দরকার।

এ সময়, ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী, সৈয়দ মুহিবুল বশর মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ নুরুল বশর মাইজভান্ডারী, শাহজাদা তৈয়বুল বশর, জাতীয় সংসদ সদস্য খান টিপু সুলতান, আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আ ফ ম জামাল, প্রফেসর শায়েস্তা খান, আবদুল সালাম সরকার, মাওলানা সৈয়দ নিজাম উদ্দিন, মাওলানা হাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।