লাইসেন্সবিহীন চালকের ক্রেন থেকে পড়ে চাকায় পিষ্ট

0
77

চট্টগ্রাম বন্দরে ড্রাইভিং লাইসেন্সবিহীন এক চালকের ক্রেন থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে নিজাম উদ্দিন (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টা ১০ মিনিটের দিকে এনসিটি জেটিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন লক্ষ্মীপুর জেলার চরমনসা এলাকার মোঃ লোকমানের ছেলে। তিনি পরিবার নিয়ে নগরীর বন্দর থানার নীমতলা এলাকায় থাকতেন।

বন্দর সূত্রে জানা গেছে, মোবাইল ক্রেনে উঠার সময় পা পিছলে পড়ে যান নিজাম। এরপর ক্রেনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে বন্দর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বন্দরের একটি সূত্র বলেন, বিদ্যুৎ বিভাগ থেকে আসা বন্দরের মোবাইল ক্রেনের চালক মোজাম্মেল হকের মোবাইল ক্রেনের চাকায় পিষ্ট হন নিজাম। বিদ্যূৎ বিভাগের সোর ক্রেন চালকদের ড্রাইভিং লাইসেন্স নেই।

এ ঘটনার পর প্রশ্ন উঠেছে, যান্ত্রিক বিভাগের বহু সংখ্যক ইসিএম চালক থাকা সত্বেও বিদ্যূৎ বিভাগের সোর ক্রেন চালককে দিয়ে কেন ক্রেন চালানো হল?

চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল আবদুল গাফফার বলেন, এ ঘটনায় চট্টগ্রাম বন্দরের যান্ত্রিক বিভাগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।