ইয়াবার টাকা যোগাড় করতে কুতুবদিয়ায় এক ব্যবসায়ীর টাকা ছিনতাই

0
66

লিটন কুতুবী, কুতুবদিয়া,কক্সবাজার
কুতুবদিয়ায় এক ব্যবসায়ীর টাকা ছিনতাই করার খবর পাওয়া গেছে। গত সোমবার রাত ৮টায় লেমশীখালী ইউনিয়নের দক্ষিণ ধূপী পাড়া এলাকার ব্যবসায়ী মিজান ধুরুং বাজার থেকে দোকানের জন্য মালামাল নিয়ে দক্ষিণ ধুপী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গেলে ডাকাত নুরুল আমিন ৮/১০ জন দূবৃত্ত নিয়ে মিজানের উপর হামলা চালায়। দূবৃত্তরা তাকে মারধর করে মালামালসহ মোবাইল সেট ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের ব্যাপারে স্থানীয় ইউপির সদস্য নুরুল ইসলাম সত্যতা স্বীকার করেন। তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে ৮/১০ জন লোক দল বেঁেধ সন্ধ্যার পর ধূপী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বসে ইয়াবা সেবন করে। নাম প্রকাশে অনিচ্ছুক লেমশীখালী ইউপির এক চৌকিদার জানান, আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁিক দিয়ে ডাকাত নুরুল আমিন সাগরে ডাকাতি ছাড়াও এলাকায় সুযোগ পেলে ছিনতাই করে। বর্তমানে নুরুল আমিনসহ ৮/১০জন ইয়াবা সেবনে আসক্ত হয়ে পড়ে। ইয়াবা বড়ি কেনার জন্য সন্ধ্যার পর এলাকায় রাস্তায় লোকজন চলা ফেরার সময় একলা পেলেই ছিনতাই করে টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি সতর উদ্দিন উচ্চবিদ্যালয়ের এক ছাত্রকে অপহরণ করে মুক্তিপন আদায় করার অভিযোগ রয়েছে। দীর্ঘ ১৫ বছর পূর্বে থেকে নুরুল আমিন ডাকাতি কাজে জড়িত। বিগত ২০০৭ সনে যৌথ বাহিনী শাসন আমলে নুরুল আমিন আটক হয়ে ৩ মাস হাজত বাস করেন। জেল হাজত থেকে মুক্তি পাওয়ার পর ১০ /১৫ জনের একটি ডাকাত দল গঠন করে আরো বেপরোয়া হয়ে পড়ে এলাকায়। লেমশীখালী দক্ষিণ ধূপী পাড়ার ব্যবসায়ী হাফেজ আহমদের ছেলে মিজান বাদি হয়ে ঐ এলাকার নুরুল আমিসহ ৮/১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহারের প্রক্রিয়া রয়েছে।