ইয়াবা-মাদক সন্ত্রাসও জঙ্গীবাদ রুখতে হবেই

0
59

হোসেন বাবলা:
নগরীর বন্দর থানাধীন৩৮নং ওয়ার্ডে বন্ধু জুটি ক্লাবের উদ্যোগে ইয়াবা-মাদক ,সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধের সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে বন্দর জোনের উপ-পুলিশ কমিশনারমোঃ হারুণ রশিদ হাযারী বলেন,সন্ত্রাস-জঙ্গির প্রকৃত তথ্যদিন আইনী ব্যবস্থা নিব।
এলাকার পাড়া-মহল্লাতে আগত নতুন ভাড়াটিয়ার প্রতি খোজ খবর নিয়ে থানায় জানাতে বলেন।তিনি আরো বলেন,মানুষ হত্যা করে কিসের ইসলাম প্রতিষ্ঠা করতে চাই এরা কিছ্ইু জানে না।আর তরুণ প্রজন্মদের ধবংসকারী ইয়াবা-মাদক ব্যবসায়ীদের স্বমূলে প্রতিরোধে ঐকৈ হবার দৃঢ় আহবান ।
হাজী শরীফ আহম্মদ কোং বাড়ী সামনে আয়োজিত বন্ধু জুটি ক্লাবের সভাপতি হাসান উদ্দিন সোহেল’র সভাপতিত্বে এবং সাঃসম্পাদক-মোঃ রাসেলের পরিচালনায়ে সচেতনতা সভায় প্রধান বক্তা ছিলেন-নগর আঃলীগ সদস্য,সাবেক৩৮নং ওয়ার্ডেও কাউন্সিলর নুরুল আলম,বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সমাজসেবী ও ইসলামী ফ্রন্টের নেতা কাজী মোঃ হানিফ, ৩৮নং ওয়ার্ড আঃলীগ সাংগঠনিক সম্পাদক-মোঃ হাসান মুন্না,সহ-সভাপতি আবু নাসের ,বৃহত্তর মহল্লা কমিটির আক্তার শরীফ,কলসী দিঘী পুলিশ ফাড়ির ইনচার্জ-সাজিদ কামাল। সভা শেষে ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ মুনাজাত করেন মাওলানা মোঃইব্রাহিম।