ঈদগাঁওতে মাইক্রোবাসের ধাক্কায় শির্ক্ষার্থী নিহত

0
64

সেলিম উদ্দিন, ঈদগাঁও  প্রতিনিধি:
চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে কালির ছড়া এলাকায় হাইয়েস মাইক্রোবাসের ডাক্কায় চতুর্থ শ্রেনীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মহাসড়কের কালির ছড়া বাজারের উত্তর পাশ্বে ডাঃ কবিরের দোকানের সামনে। ঘটনায় মাইক্রোবাসের চালক পালিয়ে গেলেও গাড়ীটি জব্দ করে এলাকাবাসী। প্রতিবাদে সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষোদ্ধ জনতা। নিহত শিক্ষার্থী কালির ছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী এবং শিয়া পাড়া এলাকার সুলতান আহম্মদের কন্যা মরজিনা আক্তার (১২) বলে জানা গেছে। খবর পেয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ নজরুল ইসলাম সহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,নিহত মরজিনা আক্তার স্কুলে আসার সময় বর্ণিত স্থানে পৌছলে কক্সবাজার শহরমুখী (চট্রমেট্রা ১১-৪৬৬৫) গাড়ীটি তাকে সজোরে ডাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। স্থানীয় ধাওয়া করে রামু এলাকা থেকে ঘাতক হাইয়েসটি জব্দ করে। পরে বিক্ষোদ্ধ জনতা স্পীড ব্রেকারের দাবীতে সড়ক অবরোধ করে রাখলে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খাইরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সদর উপজেলা নির্বাহী মুঃ নজরুল ইসলামও ঘটনা পরিদর্শন করে স্পীড ব্রেকার করে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।