ঈদগাঁওতে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

0
49

সেলিম উদ্দিন, ঈদগাঁও,কক্সবাজার প্রতিনিধি, কক্সবাজার সদরের ঈদগাঁওতে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কক্সবাজার জেলা শাখার তত্ত্বাবধানে এ প্রতিযোগিতা গত মঙলবার ঈদগাঁও মাদরাসা আশরাফিয়া তাহফিজুল কুরআনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল আরাফাহ ইসলামী ব্যাংক ঈদগাহ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ রিয়াদ মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন ব্যাংক ঈদগাহ শাখার ব্যবস্থাপক এম রেজাউল করিম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঈদগাহ ন্যাশনাল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব আবু তাহের।
এরপর আরম্ভ হয় অনুষ্ঠানের মূল পর্ব। শুরু হয় কচিকাচা শিশুদের সুললিত কণ্ঠে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কুরআনের তিলাওয়াত। মহান রবের ঐশী বানীর সুর ছড়িয়ে পড়তে থাকে চারিদিকে। মুখরিত করে তুলে আকাশ বাতাস। অনুষ্ঠানস্থলে ভীড় করতে থাকে কুরআন প্রেমিকদের।
হুফফাজের ঈদগাঁও সভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজী, সহ-সভাপতি হাফেজ মাওলানা নুরুল্লাহ জিহাদী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জামাল উদ্দীন তাওহীদ। প্রতিযোগিতা পরিচালনা করেন জেলা হুফফাজের অর্থ সম্পাদক মাওলানা হাফেজ আমীনুর রশিদ।
ঈদগাহ সাংগঠনিক উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ক (১০পারা), খ (২০পারা) ও গ (৩০পারা) গ্রুপে প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে প্রতিগ্রুপে তিন জন করে নিম্নের নয়জন সর্ব্বোচ্চ নাম্বার পেয়ে জেলা প্রতিযোগিতার জন্য ইয়েস কার্ড প্রাপ্ত হন।