ঈদের দ্বিতীয় দিনও চট্টগ্রামে বৃষ্টির পূর্বাভাস

0
74

মৌসুমী বায়ুর প্রভাবে পবিত্র ঈদ-উল-ফিতরের দ্বিতীয় দিন বন্দরনগরী চট্টগ্রামে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে গত শুক্রবার সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ নিলুফার জাহান বলেন, ‘মৌসুমী বায়ুর প্রভাবে শুক্রবার সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। রোববার সারাদিনসহ আরো কয়েকদিন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাত কমে আসবে।’

শনিবার রাত ৯টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় ৭৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতরের দিন সকালে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েন ঈদের জামাতে অংশ নেওয়া মুসল্লিরা। শনিবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে মানুষ ঈদের প্রধান জামাতে শামিল হয়েছেন।