‘ঈদের পর কঠোর আন্দোলন’ খালেদা জিয়া

0
185

খালেদা জিয়াঈদের পর সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ২০ দলীয় জোট নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, দেশের মানুষ শান্তিতে নেই। সরকার প্রতিনিয়ত খুন-গুম, অচ্যাচার, নির্যাতন চালাচ্ছে। ঈদের পর এই অত্যাচারী সরকারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। জনগণ আমাদের সঙ্গে আছে। ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। সোমবার সন্ধ্যায় রাজধানীর হোটেল পূর্বানীতে জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা আয়োজিত ইফতার পার্টিতে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সরকারের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন বলেন, দেশ আজ মহাসঙ্কটের মধ্য দিয়ে অতিক্রম করছে। জনগণের ভোটাধিকার হরণ করে এই অবৈধ সরকার ক্ষমতায় এসেছে। ক্ষমতায় এসেই তারা খুন-গুম, হত্যা-নির্যাতন চালাচ্ছে। দেশে কোন উন্নয়ন ও কর্মসংস্থান নেই। প্রতিনিয়ত বেকারত্ব বাড়ছে। তিনি বলেন, দেশের রাস্তা-ঘাটের দুরবস্থা। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কিন্তু সেদিকে সরকারের কোন খেয়াল নেই। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরীকে অপহরণের চেষ্টার নিন্দা জানিয়ে খালেদা জিয়া বলেন, গতকাল (রোববার) সম্পাদকদের সম্মানে আমরা ইফতার পার্টির আয়োজন করেছিলাম। সেই ইফতার পার্টিতে আসার পথে একজন সাংবাদিক নেতাকে সরকারের গুন্ডা বাহিনী অপহরণের চেষ্টা করেছে। কিন্তু জনগণ তাকে রক্ষা করেছে। দেশের প্রতিটি মানুষই অনিরাপদ জীবন যাপন করছে। খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগের লোকজনের হাতে বৈধ, অবৈধ অস্ত্র। আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা যে ভাষায় কথা বলছে তাতে মনে হয়, তারা সাধারণ মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়।