ঈদে বোনাস না দিলে কঠোর কর্মসুচী

0
82

নন্দন রায়, সীতাকুন্ড (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের সীতাকুন্ডের মাদামবিবিরহাট বাজারে ঈদের বোনাসের দাবিতে মানববন্ধন করেছে জাহাজভাঙা কারখানা শ্রমিকেরা। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে শিপব্রেকিং শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যেগে আয়োজিত মানববন্ধনে অংশ নেন সীতাকু-ের সবগুলো জাহাজ ভাঙ্গার কারখানার শ্রমিকেরা।
এসময় বক্তারা বলেন, রমজান মাসের ১৫ তারিখের মধ্যে বোনাস দিতে হতে। নতুবা কঠোর কর্মসুচী ঘোষণা দেওয়া হবে। তারা বলেন, দেশের অন্য্ন্যা সেক্টরের শ্রমিকেরা দুই ঈদে বোনাস পায় অথচ দুয়েকটি জাহাজভাঙা কারখানা ছাড়া অন্যান্য কারখানার শ্রমিকেরা কোন বোনাস পায় না। জাহাজভাঙা কারখানা শ্রমিকের এখনো পর্যন্ত নিয়োগপত্র, পরিচয়পত্র নেই। তারা দাবি জানান নিয়োগপত্র পরিচয়পত্র দেওয়ার জন্য।
সংগঠনের কার্যকরী সভাপতি আবদুর রহিম মাস্টারের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে
বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক রাজিবুল ইসলাম, অর্থ সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক আবু নূর মিয়াসহ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য সওয়ার হোসেন, মো. শাহীন, মো.