ঈদ উত্তর বিভাগীয় ও শাখা প্রধানদের বৈঠকে মেয়র

0
84

সড়ক মেরামত ও উন্নত পরিবেশ সুরক্ষার নির্দেশ

ঈদ উত্তর বিভাগীয় ও শাখা প্রধানদের বৈঠকে মেয়রচট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম ৩১ জুলাই ২০১৪খ্রি. বৃহস্পতিবার সকালে তার দপ্তরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানদের সাথে বৈঠক করেন। বৈঠকে শুভেচ্ছা বিনিময়ের পর চলমান কর্মকান্ডের উপর আলোচনা করেন। মেয়র বলেন, নগরবাসীর সুখ,শান্তি ও সাচ্ছান্দ্যে জীবনযাপনের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে। তিনি বলেন, ভারী বর্ষনের ফলে নগরীর প্রায় একশত কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কসমূহ জরুরী ভিত্তিতে মেরামত কাজ চলমান আছে। সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি ও ঈদের বন্ধেও রাস্তা মেরামত কাজ চালু রাখার নির্দেশনার ভিত্তিতে প্যাচওয়ার্ক অব্যাহত আছে। তিনি দ্রুত সড়কসমূহের মেরামত কাজ শেষ করার উপর বৈঠকে গুরুত্বারোপ করেন। এছাড়া নগরীর বর্জ্য ব্যবস্থাপনার দিকে সংশ্লিষ্টদের সুনজর ও কার্যকর দিক নির্দেশনার উপরও আলোকপাত করেন। মেয়র কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা ও চাকুরী যাদের উপর নির্ভরশীল তাদের সুখ-শান্তির বিষয়টি সকলকে বিবেচনায় রাখার পরামর্শ দেন। এ সময় অন্যদের মধ্যে সচিব রশিদ আহমদ প্রধান শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল্লাহ,, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবী, আনোয়ার হোসেন, মো. রফিকুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আহমেদুল হক, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন, নির্বাহী প্রকৌশলী আবু ছালেহ, ডা. আফরোজা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।