উইন্ডোজ টাচে অফিস অ্যাপস

0
56

অবশেষে উইন্ডোজ ফোনের জন্য উন্মুক্ত করা হলো মাইক্রোসফটের অফিস অ্যাপস। উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা এখন থেকে অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। এই অ্যাপসটিকে টাচ ফোনের জন্য ব্যবহার বান্ধব করে তৈরি করা হয়েছে। ফলে এটি দিয়ে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের ডকুমেন্ট অনায়াসেই করা যাবে।

মাইক্রোসফট জানিয়েছে, শুরুতে অ্যাপসটির টেস্ট ভাসন সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। বিনামূল্যে অ্যাপসটি ডাউনলোড করার সুযোগ রয়েছে। এ মাসের শেষের দিকে সম্পূর্ণ ভার্সনটি বাজারে ছাড়া হবে।

উইন্ডোজ ফোন এবং ট্যাবলেট ব্যবহারকারীরা অনেক দিন ধরেই অ্যাপসটির জন্য অপেক্ষা করছিলেন।

ইতোমধ্যে মাইক্রোসফট অ্যাপল এবং গুগলের অ্যানড্রয়েড ফোনের জন্য অফিস অ্যাপস উন্মুক্ত করেছে।

উইন্ডোজের অফিস অ্যাপস দিয়ে বেশির ভাগ কাজই বিনামূল্যে করা যাবে। তবে কিছু অতিরিক্ত ফিচার নিয়ে কাজ করার জন্য সাবক্রিপশন চার্জ দিতে হবে।

ডেস্কটপ এবং ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফটের অফিস প্যাকের নতুন ভার্সন নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। এ বছরের শেষে দিকে অফিস প্যাকের নতুন ভার্সন অবমুক্ত করার পরিকল্পনা করছে মাইক্রোসফট।