উইমেন চেম্বারের বাণিজ্য মেলার সময় বাড়ানো হবে

0
102

উইমেন চেম্বারের বাণিজ্য মেলাটানা অবরোধ ও হরতালের কারণে চট্টগ্রামে অনুষ্ঠিত মাসব্যাপী উইমেন চেম্বারের বাণিজ্য মেলায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। আর্থিক ক্ষতি পোষাতে ব্যবসায়ীদের অনুরোধে মেলার সময় বাড়ানো হবে বলে জানিয়েছে মেলার কর্তৃপক্ষ।

মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান ও চিটাগাং উইমেন চেম্বার পরিচালক জিন্নাত আরা নিপুন জানান, গত ৯ নভেম্বর থেকে চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে উইমেন চেম্বারের ৭ম বারের মত মাসব্যাপি মেলা শুরু হয়। কিন্তু দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে পড়ে হরতাল অবরোধের কারণে মেলায় তেমন লোক সমাগমন হয়নি। ফলে মেলায় অংশ নেতায় শত শত ব্যবসায়ী তেমন ব্যবসা করতে পারেননি।

এছাড়া দেশি ও বিদেশি বেশ কয়েকটি নামি দামি প্রতিষ্ঠান মেলায় বুকিং দিয়েও রাজনৈতিক অস্থিতিশীলতার কথা চিন্তা করে শেষ পর্যন্ত মেলায় অংশ গ্রহণ করেনি বলে জানা গেছে। তবে পাকিস্তান, ভারত, ভূটান, মালদ্বীপ ও শ্রীলংকার কিছু ব্যবসায়ী সামান্য সংখ্যক মালামাল নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন। শীর্ষ নিউজ