উখিয়ার পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

0
60

উখিয়ায় পানিতে পড়ে রোহিঙ্গা শিশুর মৃত্যু
কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::
উখিয়ার পশ্চিম বালুখালীর রোহিঙ্গা বস্তি এলাকার ডোবাই পড়ে ৬ বছরের শিশু শাহরুখ খানের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্বজনেরা। নিহত শিশু বালুখালী রোহিঙ্গা বস্তির এফ -৩ ব্লকের আলমগীরের ছেলে বলে জানা গেছে। পারিবারিক সূত্রমতে, গত রোববার বিকাল থেকে ছেলেটি নিখোঁজ হয়ে যায়। রোহিঙ্গাদের অভিযোগ স্থানীয় প্রভাবশালী সেলিম জাহাঙ্গীর মাছ ও ফসলী জমি তৈরির জন্য পাহাড় কেটে শ্রেনী পরিবর্তনের মাধ্যমে স্থানবেধে বিভিন্ন স্থানে মাটির বাধ দিয়ে মাছের ঘের ও ডোবা জলাশয় সৃষ্টি করেছে। যা স্থানীয় ও রোহিঙ্গা ছেলে মেয়েদের জন্য মরণ ফাদে পরিনত হয়েছে। প্রত্যেক্ষদর্শীদের অভিযোগ উখিয়ার ঘাট বন বিট কর্মকর্তা মোঃ মোবারক আলীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় সেলিম জাহাঙ্গীর অবৈধ ভাবে সরকারি বন ভুমির পাহাড় কেটে মাটি পাচার সহ চাষাবাদের জমি তৈরির পাশাপাশি মাছের ঘের তৈরি করার কারনে পরিবেশের মারাতœক অবনতি হয়েছে। তবে এ অভিযোগে সত্যতা অস্বীকার করে বন বিট কর্মকর্তা মোবারক আলী বলেন, তার অগোচরে কথিপয় ভুমি দস্যু পাহাড় কর্তন করে বন ভুমির শ্রেনী পরিবর্তন করে।

উখিয়ায় যুবকের আতœহনন

উখিয়ায় শামশুল আলমের পুত্র নুরুল বশর (২২) বিষপানে আত্মহত্যা করেছে। গত রোববার বিকালে উপজেলার তেলখোলা গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয় আবদুল করিম জানান , নুুুরুল বশর তার মায়ের নিকট ২০০ টাকা চেয়ে না পেয়ে আত্মহত্যার কথা বলে বাড়ী হতে বের হয়ে কিছুক্ষণ পর পার্শ্ববর্তী তারই আপন বড় ভাই বদিউর রহমানের বাড়ীতে প্রবেশ করে সাথে সাথে বিষপান করলে তাৎক্ষনিক উখিয়া সদর হাসপাতালে নিয়ে আসেন তার আত্মীয় স্বজনেরা। কর্তব্যরত ডাক্তার প্রাণপন চেষ্টা করেও তাকে বাচাঁতে পারেনি। অবশেষে রাত ৯ টার সময় ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। লাশ উখিয়া সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।