উখিয়ায় দারোগা বাজারে ভ্রাম্যমান আদালতের জরিমানা

0
37
কায়সার হামিদ মানিক,উখিয়া।                    উখিয়া উপজেলা সদর দারোগা বাজারে নালার উপর দোকান বসানোর কারণে ব্যবসায়ীদের সতর্ক করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত।ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নালা দখল করে গাছ ও তরকারি ব্যবসায়ীরা ব্যবসা করে আসছিলেন।
শনিবার দুপুর ১২ টার দিকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিকারুজ্জামান চৌধুরীর আদালত ব্যবসায়ীদের দ্বারা হাট-বাজারে ভোক্তা সাধারণের চলাচলের রাস্তায় মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় অবশেষে দোকানীদের সতর্ক করে দিলেন।
এসময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, হাট বাজারের নালার উপর কিংবা অন্য কোনভাবে দোকান বাড়িয়ে ক্রেতাসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবেনা।
যদি করা হয় তাহলে আগামীবার এই ভ্রাম্যমান আদালত জরিমানা সহ প্রয়োজনে জেলে পাঠাতে বাদ্য হবেন বলে হুশিয়ার করে দেন। এসময় তিনি নালার উপর দোকান বসায় তাৎক্ষনিক উঠিয়ে দেন। ভ্রাম্যমান আদালত মিষ্টি ঘরের বাবুলকে বেকারীতে অপরিচ্ছন্নতার দ্বায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া মোসলেহ উদ্দিনের জায়েদ মার্কেটের ব্যবসায়ী সাইফুল ইসলামকে নালার উপর মাল রাখার দ্বায়ে ৩ হাজার টাকা জরিমানা করেন।
এসময় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) একরামুল সিদ্দিকী ভ্রাম্যমান আদালতে অংশ নেন।