উখিয়ায় প্রবল বর্ষনে ২০ টি গ্রাম প্লাবিত: নিহত ৩

0
51

কায়সার হামিদ মানিক, উখিয়া :

উখিয়া উপজেলার উপর বয়ে যাওয়া প্রবল বর্ষনে ৫ ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। পাশাপাশি ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায় উখিয়া উপজেলার রতœাপালং ইউনিয়নের মধ্য রতœা এলাকায় রাস্তা পারাপারের সময় পানির স্রোতে ভেসে যাওয়া ইতন বড়ুয়া (১৩) নামের এক শিশুর লাশ গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলমের বাড়ির পিছনের খাল থেকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নিকটাত্মীয় মধ্য রতœা গ্রামের বিজন বড়–য়া। সে মধ্য রতœা গ্রামের মৃত অমূল্য বড়ুয়ার ছেলে বলে স্থানীয়রা জানান। এদিকে একই দিন জালিয়া পালং ইউনিয়নের সোনাইছড়িতে বন্যার স্রোতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী সামিরা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যার দিকে বন্যার পানির স্রোতে সোনাইছড়ি জাফর আলমের কন্যা সামিরা আক্তার নিখোঁজ হয়। পরে গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে স্থানীয়রা চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী তার লাশ উদ্ধার করেন এবং নিহতের পরিবারকে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেছেন। উল্লেখ্য সামিরা আক্তার উত্তর সোনাইছড়ি আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসার সপ্তম শ্রেনীর ছাত্রী। এদিকে উপজেলার পালংখালীতে পাহাড় ধসে রাব্বি (৫)নামে এক শিশু নিহত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় ৬ টার দিকে পালংখালী ইউনিয়নে আনজুমান পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রাব্বি একই এলাকার মোঃ সরওয়ারের ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে পালংখালী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এম,গফুর উদ্দিন চৌধুরী এ প্রতিবেদক কে জানান, প্রবল বর্ষনের কারণে হঠাৎ বাড়ির পাশের পাহাড় বসতঘরে ওপর ধসে পড়ে, এতে চাপা পড়ে শিশু রাব্বি মারা যায়।