উখিয়ায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

0
66

কায়সার হামিদ মানিক, উখিয়া তারিখঃ ৭/০৫/২০১৭ইং
উখিয়ায় এক নিরহ যুবককে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ইয়াবা মামলায় ফাঁসিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মুক্রবার দিবাগত রাত। জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের থাইংখালী ধামনখালী গ্রামের মৃত এরশাদুল্লাহর ছেলে হতদরিদ্র জসিম উদ্দিন তার স্ত্রীর ডেলিভারী নিয়ে কক্সবাজারস্থ সীÑ সাইড হসপিটালে ভর্তি হয় শুক্রবার সকালে। এমতাবস্থায় ওই দিন দিবাগত রাত বালুখালী বিজিবির জোয়ানরা ধামনখালী এলাকার জবর মূল্লকের বাড়ীতে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করে। এ সময় বিজিবি জোওয়ানরা ইয়াবার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। এলাকাবাসী সূত্র মতে, একই এলাকার আব্দুর রহিমের ছেলে সাইফুল ইসলাম প্রকাশ ইয়াবা সাইফুলের সাথে ২ লক্ষ টাকার লেনদেন ছিল একই এলাকার জসিম উদ্দিনের সাথে। জসিম উদ্দিন তার পাওনা টাকা চাইতে গেলে প্রতারক ইয়াবা সাইফুল জসিম উদ্দিনকে কক্সবাজারস্থ এবি ব্যাংকের একটি চেক দিয়ে থাকে, উক্ত চেক নিয়ে এবি ব্যাংকের একাউন্টে গেলে একাউন্ট শূণ্যে দেখা যায়। উক্ত চেকের টাকা না দেওয়ার জন্য সুকৌশলে ও পরিকল্পিতভাবে বিজিবিকে ভুল তথ্য সরবরাহ দিয়ে জসিম উদ্দিন কে মিথ্যা ইয়াবা মামলায় জড়িয়ে হয়রানি করছে বলে জসিম উদ্দিন প্রতিবেদককে অভিযোগ করে বলেন। এ ব্যাপারে জসিম উদ্দিন তদন্ত পূর্বক ইয়াবা মামলা থেকে তাকে অব্যাহতি দিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা পুলিশ সুপার ও সিও কক্সবাজারের হস্তক্ষেপ কামনা করেন।