উচ্চ শিক্ষার মান বজায় রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা করুন

0
121

port-city-university-bg20130928092321উচ্চ শিক্ষার মান বজায় রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. একে আজাদ চৌধুরী।

শনিবার নগরীর খুলশীতে অবস্থিত বেসরকারি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির নবীন বরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. একে আজাদ চৌধুরী বলেন,‘উচ্চ শিক্ষার প্রয়োজনে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কার্যক্রম পরিচালনা করছে। দক্ষ ও দায়িত্বশীল মানবসম্পদ গড়ে তুলতে এসব বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম। এজন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ অনুযায়ী পরিচালিত হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে মান সম্মত উচ্চ শিক্ষা প্রদান করতে হবে।’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বর্তমান কার্যক্রম সম্পর্কে তিনি বলেন,‘সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কাজ করে যাচ্ছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে মঞ্জুরী কমিশন উচ্চ শিক্ষার মানোন্নয়ন বিষয়ক প্রকল্প পরিচালনা করছে। যা ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।’

বেসরকারি ও সরকারি বিশ্ববিদ্যালেয়ের শিক্ষার মানোন্নয়নে বিশ্ব ব্যাংক আরও অনুদান দিতে আগ্রহ দেখিয়েছে বলে তিনি জানান।

পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রফেসর ড. একে আজাদ বলেন,‘প্রতিষ্ঠার কিছু দিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়টি যে সফলতা দেখিয়েছে, তা কাজে লাগিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে।’

শিক্ষার্থীদেরকে উচ্চ শিক্ষার গুণগত মান বজায় রেখে শিক্ষাদান করতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ‌ইউজিসি’র চেয়ারম্যান প্রফেসর ড. আজাদ বলেন,‘বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। কেননা তোমরাই আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।’

পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নূরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য ড. এম ফিরোজ আহমদ।

অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট একেএম এনামুল হক শামীম এবং প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জহির আহমেদ রতন এবং সিন্ডিকেট সদস্য ও সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ফল-২০১৩ সেশনে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।