উদ্ধারকৃত লাশ বিএনপি নেতা-কর্মীদের- নোমান

0
94

দেশের খাল, বিল, নদী-নালায় যেসব লাশ পাওয়া যাচ্ছে তার অধিকাংশই বিএনপি নেতা কর্মীদের বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব গুম, হত্যার পিছনে সরকারের হাত রয়েছে বলেও অভিযোগ করেন নোমান। নগর বিএনপি দলীয় কার্যাল নাসিমন ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল কালো পতাকা মিছিল ও সমাবেশের আয়োজন করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেব এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা নির্বাচনের পরে আন্দোলনের ঘোষণা দেওয়াতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন এবং মির্জা ফখরুল সহ বিএনপি’র শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ করে নোমান বলেন, বিএনপিকে দুর্বল করতে তারেক জিয়ার মামলাগুলো গতি পেয়েছে।

অবিলম্বে খালেদা জিয়া ও তারেক জিয়ার সকল মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

নোমান বলেন, ‘মিছিল সমাবেশের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সরকার জনগণের মৌলিক অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ করছে। প্রতিবাদের সব পথ রুদ্ধ করে দেওয়া হচ্ছে। মানববন্ধনের মত শান্তিপ্রিয় কর্মসূচিতে পুলিশ বাধা দিচ্ছে। মিছিলে গেলেই গ্রেপ্তার করা হচ্ছে।’

নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস কে খোদা তোতনের সভাপতিত্বে অন্যান্যে মধ্যে বিএনপি সহ-শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর নগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি শামসুল আলম, মহানগর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সবুর, মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবদুস ছাত্তার, শ্রমিক দলের বিভাগীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পদাক নুরুল্লাহ বাহার, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. তোফাজ্জল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। –