একুশ আমার

0
86


-নওরোজ নিশাত

একুশ আমার বাংলা মায়ের

নাকছাবি আর কানের দুল।।

একুশ যেন ভোর আকাশের

আলোর বুলবুল।

একুশ আসে বসে পাশে

গল্প বলে বর্ণ মালার।

একুশ এলেই ছলকে ওঠে

চোখটা কেন ছোট খালার?

একুশ যেন দ্রোহের কাল

একুশ আমার দাদার গায়ের

পশমি সাল।

একুশ এলেই রক্ত ছোটে

শিমুল পলাশে

দে বিলিয়ে ভালোবাসা

মুক্ত আকাশে।

একুশ তো আর নয় কালবেলা

বন্ধ করো

বন্ধ করো বর্ণ নিয়ে ছেলে খেলা।