এবার থ্রিডি প্রিন্টের কৃত্রিম খুলি প্রতিস্থাপন

0
64

চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে প্রথমবারের মতো ঘটলো এ ঘটনা। হল্যান্ডের এক নারীর মাথার খুলির ক্ষতিগ্রস্ত অংশে থ্রিডি প্রিন্ট প্রযুক্তিতে তৈরি করা একটি প্লাস্টিকের কৃত্রিম খুলি প্রতিস্থাপন করা হয়েছে। সম্পূর্ণ খুলিটি প্রতিস্থাপনে ওই নারীর মাথায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। হল্যান্ডের ইউট্রেচট এলাকার একটি হাসপাতালে ৩ মাস আগে সার্জারিটি করা হয়। যদিও হল্যান্ডের এ সার্জারি বিশ্বে প্রথমবারের মতো সম্পূর্ণ কৃত্রিম খুলি প্রতিস্থাপন সার্জারি হিসেবে পরিগণিত হচ্ছে, ২০১৩ সালে একই ধরনের একটি সার্জারিতে যুক্তরাষ্ট্রের এক ব্যক্তির মাথার খুলির ৭৫ ভাগ পর্যন্ত প্রতিস্থাপন করা হয়েছিল। সাধারণভাবে, মানুষের মস্তিষ্ক বা মগজ ঢেকে রাখা খুলির অংশটি প্রায় ১ দশমিক ৫ সেন্টিমিটার পুরু হয়ে থাকে। কিন্তু, চিকিৎসকরা জানিয়েছেন, ওই নারীর খুলির ওই অংশের পুরুত্ব ছিল মাত্র ৫ সেন্টিমিটার, যা শরীরে চাপ সৃষ্টি করতো এবং এর ফলে দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসতো। নিউরোলজিস্ট বা স্নায়ুবিদ ডক্টর বেন ভেরওয়েজি জানান, সাধারণভাবে অপারেশন থিয়েটারে সার্জনরা এক ধরনের সিমেন্ট দিয়ে হাতের সাহায্যে খুলি প্রতিস্থাপন করতেন, যা আদর্শ খুলির সংজ্ঞা থেকে অনেকটাই দূরে। তিনি বলেন, থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে তারা অবিকল একটি খুলির আকার তৈরি করতে পেরেছেন। কৃত্রিম এ খুলি পুরনো পদ্ধতির তুলনায় রোগীর মস্তিষ্ককে দ্রুত সারিয়ে তুলবে এবং মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতাকে ফিরিয়ে দেবে বলে মন্তব্য করেন তিনি।