এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নাামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

0
88

শফিউল আলম, রাউজানঃ রাউজান উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নাামেন্টের ফাইনাল খেলায় নোয়াপাড়া ইউনিয়ন পরিষদকে ২-১ গোলে হারিয়ে রাউজান পৌরসভা সবুজ দল বিজয় লাভ করেন । গতকাল ৩১ মে রবিবার বিকালে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এমপি গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্টিত হয় । টুর্নামেন্টের ফাইনাল খেলায় নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাথে রাউজান পৌরসভা সবুজ দল প্রতিদন্দিতা করেন । খেলায় বিরতির পর রাউজান পৌরসভা সবুজ দল এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নাামেন্টের ফাইনাল খেলা সম্পন্ননোয়াপাড়া ইউনিয়ন পরিষদকে এক গোল করেন । পরে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ রাউজান পৌরসভা সবুজ দলকে এক ােগাল দিয়ে গোল পরিশোধ করেন । খেলা শেষ হওয়ার কয়েক মিনিট পুর্বে রাউজান পৌরসভা সবুজ দল নোয়াপাড়া ইউনিয়ন পরিষদকে আর একটি গোল করে বিজয় ছিনিয়ে আনেন । খেলা পরিচালনা করেন মোঃ সেলিম উদ্দিন । খেলা শেষে রাউজান উপজেলা নির্বাহী অফিসার কুল প্রদীপ চাকমার সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গণি রানার পরিচালনায় পুরস্কার বিতরনী সভা অনুষ্টিত হয় । সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রেল মন্ত্রনালয় সর্ম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি দিপক কুমার রায়. চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার আবু বক্কর সিদ্দিক, রাউজান থানার ওসি প্রদীপ কুমার দাশ। এতে আরো উপস্থিত ছিলেন রাউজান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একে এম আবদুর রশিদ, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, আব্বাস উদ্দিন আহম্মদ প্রমুখ । কনফিডেন্স লিমিটেডের অর্থায়নে এই টুর্নামেন্ট অনুষ্টিত হয় । সভা শেষে বিজয়ী দল রাউজান পৌরসভা সবুজ দলের খেলোয়াড়দের হাতে চ্যম্পিয়ন কাপ ও চ্যাম্পিয়ন প্রইজমানি তুলে দেয় এবি এম ফজলে করিম চৌধুরী এমপি, রানার্স আপ নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের খোলোয়াড়দের হাতে রানার্স আপ কাপ ও রানার্স আপ মানি তুলে দেয় রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল ।