এলপি গ্যাস শিগগিরই একটি নীতিমালা

0
62

এলপি গ্যাসের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার শিগগিরই একটি নীতিমালা করতে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার সকালে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে ‘ইন্টারন্যাশনাল এনার্জি ইফিসিয়েন্সি ডে’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এছাড়া আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল হলে তার সাথে সমন্বয় করে দেশে দ্বিতীয় দফায় দাম কমানো হবে বলেও জানান জ্বালানি প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, ‘এলপির দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য একটি নীতিমালা আমরা করতে যাচ্ছি। আপনারা খুব শীঘ্রই সেটা দেখতে পারবেন। এবং পরিচালনায় কারা থাকবেন বা কিভাবে পরিচালিত হবে সেটারও একটা নীতিমালা আগামী এক দুই মাসের মধ্যে চলে আসবে। তেলের দামটা বৈশ্বিক বাজারের ওপর নির্ভর করছে। বিশ্ব বাজার একটু স্থিতিশীল হলে আমরা সেটা সমন্বয়ের একটা প্রস্তুতি নেবো।’