এলো রে হেমন্ত

0
103

কামরান চৌধুরী
———————————-

শিশিরস্নাত প্রহর নিয়ে এলো রে হেমন্ত
হিমেরই পূর্বাভাসে আজ ভাসছে দিগন্ত।
শস্যপাতায় শিশির, রবি স্পর্শে হেসে ওঠে
কুয়াশার ক্ষীণ রেখা, আঁকা যেন মাঠেঘাটে।

মাঠেমাঠে ধান পাকে কৃষকের চোখ হাসে
অন্নপূর্ণার স্পর্শেই মাঠ শস্যে শস্যে ভাসে।
আউশ আমন কেটে ঘরেঘরে ধান তুলি
নবান্নের উৎসবে ক্ষীর-পিঠা গন্ধে ভুলি।

ধান বেঁচে ধন হবে, প্রিয়ার জন্য গয়না
মন ছুটে কোন সুরে, ঘরের কোণে রয়না।
মায়াময় মোহময় প্রকৃতির রূপরস
নিরন্তর আলিঙ্গণ অনুভবে প্রিয় বশ।

মেঘমুক্ত আকাশেই সন্ধ্যারাতে জাগে আলো,
অভূত আলোর স্পর্শ অন্ধকার মুছে দিলো।
সন্ধ্যারাতে বৃক্ষতলে, পাশাপাশি দুজনায়
হিমলাগা দেহভাঁজে সুখস্রোত মোহনায়।

ফুলে ফলে পাখিগানে মন টানে নদী পানে
প্রকৃতির বিমূর্ততা দোতারায় সুর বোনে।
হিমলাগা হেমন্তের সন্ধ্যা-ভোরে জয়গান
প্রকৃতির মাঝে ডুবে, শুনে যাই কলতান।।

১ হেমন্ত, ১৪২৪ ।। ১৫.১০.২০১৭ ।। শ্যামলী, ঢাকা।।