এশিয়া প্যাসিফিক অঞ্চলে মোবাইল ফোন ব্যবহারকারীদের সংখ্যা সমগ্র বিশ্বের অর্ধেক

0
83

মোবাইল ফোন ব্যবহারকারীবর্তমানে এশিয়া প্যাসিফিক অঞ্চলে মোবাইল ফোন ব্যবহারকারীদের সংখ্যা প্রায় ১.৭ বিলিয়ন যা সমগ্র বিশ্বের অর্ধেক। আজ এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে GSM Association। প্রতিবেদনে আরও বলা হয়, ২০২০ সালের মধ্যে এ অঞ্চল বিশ্বের দ্রুত বর্ধমান মোবাইল বাজারে পরিনত হবে।

প্রতিবেদনে দেখানো হয়, ২০১৩ সালের শেষের দিকে এ অঞ্চলের মোবাইল ফোন সাবস্ক্রাইবারের সংখ্যা দাঁড়ায় ১.৭ বিলিয়নে যেখানে সারা বিশ্বে বর্তমানে ৩.৪ বিলিয়ন সক্রিয় মোবাইল সাবস্ক্রাইবার রয়েছে। আর এ অঞ্চলে সবচেয়ে বেশি মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছে চীন, ভারত, জাপান এবং ইন্দোনেশিয়াতে।

এর মধ্যে কেবলমাত্র চীনেই রয়েছে ৬৩০ মিলিয়ন সক্রিয় মোবাইল ব্যবহারকারী যা দেশটির মোট জনসংখ্যার ৪৬ ভাগ। জরিপে আরও বলা হয়, চীনে বর্তমানে ১.১৩ বিলিয়ন সক্রিয় মোবাইল সংযোগ রয়েছে যার মাধ্যমে দুই সিম ব্যবহার উপযোগী হ্যান্ডসেটের সম্পর্কে মোটামুটি ধারনা পাওয়া যায়। এই হিসাবে প্রত্যেক ব্যবহারকারীর রয়েছে ১.৭৯ টি মোবাইল সংযোগ।