এসআইকে মেরে রক্তাক্ত করেছে রুমেল চন্দ্র নামের যুবক

0
52

এলোপাথাড়ি রাস্তা পারাপারের সময় তরুণীকে সতর্ক করায় ক্ষিপ্ত হয়ে পুলিশের উপ-পরিদর্শককে (এসআই) মেরে রক্তাক্ত করেছে এক তরুণ।

মঙ্গলবার (৩ এপ্রিল) রাত আটটার দিকে কোতোয়ালি থানাধীন কাজীর দেউড়ির এসএস খালেদ সড়কে এ ঘটনা ঘটে। আহত পাহাড়তলী থানার এসআই কামরুজ্জামানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রুমেল চন্দ্র মণি (২৪) নামের ওই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

কোতোয়ালি থানার ভা্রপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, নিজের বাসা থেকে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন এসআই কামরুজ্জামান। এসএস খালেদ রোডে অন্যমনস্কভাবে রাস্তা পার হওয়ার সময় এক তরুণীকে দুর্ঘটনার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেন তিনি। এ সময় ওই তরুণীর পরিচিত তরুণটি এসআইয়ের ওপর ক্ষিপ্ত হয়ে প্রথমে তর্ক করেন। একপর্যায়ে হাতে থাকা স্টিলের বাঁটের ছাতা দিয়ে এসআইয়ের কপালে আঘাত করেন। এ সময় প্রচুর রক্তক্ষরণ হয়।

ঘটনাস্থল থেকে আটক তরুণ রুমেল চন্দ্র মণির বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে জানিয়ে ওসি বলেন, কোতোয়ালি থানাধীন লালদীঘির পাড় সোনালী ব্যাংকের পেছনে নবগ্রহ বাড়ির গৌরাঙ্গ চন্দ্রের ছেলে মণি। প্রথমে মণি নিজেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিলেও পরে দেখা যায় তা মিথ্যে। সে একজন বখাটে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া জানান, আহত এসআই কামরুজ্জামানকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।