এয়াকুব আলী চৌধুরী ছিলেন সমাজের আলোকবর্তিকা

0
74

আনোয়ারা প্রতিনিধি:
সাবেক জেলা জজ আদালতের জুরার (বিচারক), জেলা পরিষদের নির্বাচিত সদস্য, বটতলী ইউপি’র সাবেক চেয়ারম্যান ও বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব এয়াকুব আলী চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বটতলী শাহ মোহছেন আউলিয়া এয়াকুবিয়া দাখিল মাদরাসা কর্তৃক আয়োজিত এক স্মরণ সভা মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি এ্যাড. সালাহউদ্দিন আহমদ চৌধুরী লিপু। মাদরাসা সুপার মোঃ হাশেমুর রশিদের সভাপতিত্বে ও শিক্ষক ওমর ফারুক বাবুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন বটতলী শাহ মোহছেন আউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বটতলী শাহ মোহছেন আউলিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ জামাল উদ্দীন, মাদরাসা পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য আলহাজ্ব মোঃ তৈয়ব, মাওলানা আহমদ উল্লাহ, সিরাজ মিয়া।
বক্তব্য রাখেন সহ-সুপার মাও. ইলিয়াস, মাও. মোসলিম উদ্দীন, মাষ্টার হেফজু রহমান। উক্ত সভায় উপস্থিত ছিলেন শিক্ষক বদিউল আলম চৌং, শিক্ষক আজম উদ্দীন নূরী, মাও. নেছার আহমদ হাবিবী, মাও. ওসমান গণি, মাও. আবদুল কুদ্দুস, মাও. খুরশিদ আহমদ, মাও. রমিজ উদ্দীন, মাও. মোঃ বাহার, শিক্ষিকা যথাক্রমে জেসমিন আক্তার, শাহেদা বেগম, মিসকাতুন নেছা প্রমুখ।
বক্তারা বলেন মরহুম এয়াকুব আলী চৌধুরী ছিলেন সমাজের আলোকবর্তিকা। তিনি জীবদ্দশায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মক্তব প্রতিষ্ঠা করে গেছেন। তার অবদান চিরকাল অম্লান হয়ে থাকবে। তিনি বেঁচে থাকবেন প্রতিটি মানুষের হৃদয়ে। পরিশেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন শাহ মোহছেন আউলিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আহমদ উল্লাহ।