এয়ারড্রপের মতো ফিচার গ্যালাক্সি এস২০ সিরিজে

0
164

ৎেস্যান ফ্রান্সিসকোতে এক ইভেন্টে গ্যালাক্সি এস২০ সিরিজ উন্মোচন করেছে স্যামসাং।

সিরিজের তিন সংস্করণ গ্যালাক্সি এস২০, গ্যালাক্সি এস২০ প্লাস ও গ্যালাক্সি এস২০ আল্ট্রাতে তারা এনেছে ‘কুইক শেয়ার’ নামের একটি ফিচার। স্যামসাং জানিয়েছে, কুইক শেয়ার দিয়ে বন্ধুদের সঙ্গে তাৎক্ষণিকভাবে সব ফাইল শেয়ার করা যাবে।

অ্যাপলর এয়ারড্রপ ফিচারের মতোই এতে দেখা যাবে, কোন কনট্যাক্টগুলো কাছাকাছি রয়েছে। তবে এয়ারড্রপ দিয়ে শুধু একজনকে ফাইল পাঠানো গেলেও কুইক শেয়ার দিয়ে সর্বোচ্চ ৫ জনকে একইসঙ্গে ফাইল পাঠানো যাবে।

ফিচারটি শুধু নতুন গ্যালাক্সি এস২০ সিরিজেই ব্যবহার করা যাবে। শীঘ্রই অন্যান্য ডিভাইসেও ফিচারটি যুক্ত করবে স্যামসাং।

এর আগে ডিভাইস থেকে স্যামসাং টিভিতে ফাইল শেয়ারের জন্য স্যামসাং ডাইরেক্ট শেয়ার নামের একটি ফিচার এনেছিলো।

এয়ারড্রপের মতো ফিচার আনতে গুগলও কাজ করে যাচ্ছে। তাদের ‘নিয়ার বাই শেয়ারিং’ ফিচারটির দেখা মিলবে পরবর্তী পিক্সেল ফোনে।

স্যামসাংয়ের নতুন ফোনগুলোর প্রি-অর্ডার শুরু হবে ২১ ফ্রেব্রুয়ারি। বাজারে আসবে আগামী ৬ মার্চ। ডিভাইসগুলোর দাম হবে ৯৯৯ ডলার থেকে ১৫৯৯ ডলারের মধ্যে।