ঐক্যবদ্ধ সংগঠনই পারে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে

0
113

বোয়ালখালী উপজেলা বিএনপি’র মতবিনিময় সভায় মাহবুবের রহমান শামীম

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, তৃণমূল কর্মীরাই হচ্ছে বিএনপির প্রাণশক্তি। ঐক্যবদ্ধ সংগঠনই পারে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমান আমাদেরকে আপনাদের কাছে পাটিয়েছেন দলকে সুসংগঠিত করার জন্য। আগামীতে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এই অনির্বাচিত সরকারকে দুর্বার আন্দোলনের মাধ্যমে হটিয়ে বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে।

তিনি আজ ১৬ জুন রবিবার বিকেলে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধিন বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি’র উদ্যোগে বিএনপি নেতা মোস্তাক আহমদ খানের বাসভবন সংলগ্ন মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিন অন্যথায় বেগম খালেদা জিয়ার মু্ক্িতর আন্দোলনই হবে সরকার পতনের আন্দোলন। বিএনপি এই দেশের আপামর জনসাধারণের দল। শত ষড়যন্ত্র করেও বিএনপি’কে ধ্বংস করা যাবে না। বোয়ালখালি উপজেলা বিএনপি’র সভাপতি মোস্তাক আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুনুর রশিদ ভিপি, চট্টগ্রাম মহানগর বিএনপির সিঃ সহ-সভাপতি আবু সুফিয়ান, যুগ্ম সম্পাদকস ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু। জাফরুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমান সরকার জনগণের জবাবদিহীতাকে ভয় পায়। একারণে নুসরত ও মিতুর মত অসংখ্য নারী কিশোরী প্রতিনিয়ত হত্যার শিকার হচ্ছে। ভোটারবিহীন সরকারের কারণে মানুষের কান্নায় বাংলাদেশের বাতাস ভারী হয়ে উঠেছে। জালাল উদ্দিন মজুমদার বলেন, বেগম খালেদা জিয়া সরকারের অন্যায় দাবী মানেননি বলেই ৭৪ বছর বয়সে জেলে বন্দি আছেন। একদিন খালেদা জিয়া জেল থেকে বের হলে তিনি হবেন বিশ্বনেত্রী। হারুনুর রশিদ ভিপি বলেন, বাংলাদেশে চলছে গণতন্ত্রের এক অন্ধকারময় পর্ব। আওয়ামীলীগ দেশের বিচার ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। দেশে হত্যা, ধর্ষণ ও বিচার বহির্ভূত হত্যার হিড়িক চলছে। চট্টগ্রাম মহানগর বিএনপির সিঃ সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, আওয়ামীলীগের সুবিধাভোগীদের হাতে দেশ আজ জিম্মি। জুলুম নির্যাতন, মামলা-হামলা দিয়ে বিএনপি নেতা-কর্মীদের বিপর্যস্ত কলে তুলেছে। আমাদেরকে ২য় শ্রেণীল পজায় পরিণত করেছে। এর থেকে পরিত্রাণ পেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসতে হবে। বোয়ালখালী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. ইসহাক চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সভাপতি ও মেয়র হাজী আবুল কালাম আবু, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, বোয়ালখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল হক মন্নান চেয়ারম্যান, বায়েজিদ থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জানে আলম, সহ-সভাপতি আবু তালেব, নুরুন্নবী চৌধুরী, মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু, বোয়ালখালী উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদা বেগম শেফু, দক্ষিণ জেলা কৃষক দলের সভাপতি সৈয়দ সাইফুদ্দিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দিন সালাম মিঠু, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহিদুল আলম শহীদ, মহানগর যুবদলের সহ সভাপতি ম. হামিদ, সি. যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, বিএনপি নেতা আবদুল হালিম, আহমদ রহমান আইয়ুব মেম্বার, আবদুল মান্নান, ডা. মহসিন খান তরুণ, মো. কামাল উদ্দিন, নুরুল কবির, আইয়ুব খান, সামশুল আলম, মো. কামাল, ইউসুফ চৌধুরী, আরিফুল ইসলাম সুজন, মেহেদী হাসান সুজন, যুবদল নেতা গোলাম হোসেন নান্নু, আবুল বশর চৌধুরী, জহিরুল ইসলাম রাসেল, মীর মো. ইলিয়াস, ছাত্রদল নেতা মহসিন খোকন, আরেফিন রিয়াদ, ইব্রাহিম চৌধুরী মানিক, এনামুল হক সজিব, মতিউর রহমান রাসেল প্রমুখ।