ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা আজ

0
82

চট্টগ্রাম>>
আজ বলি খেলানগরীর লালদীঘি ময়দানে আজ বিকালে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলি খেলার ১০৫তম আসর।
বলি খেলা ও বৈশাখী মেলাকে কেন্দ্র করে লালদীঘি ও আশপাশের দুই কিলোমিটার এলাকাজুড়ে গত তিন দিনে বিভিন্ন ধরনের পণ্যের সমাহার নিয়ে ভাসমান দোকান বসেছে।
আবদুল জব্বারের বলি খেলা আয়োজক কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী জানান, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন এলাকা থেকে দেড়শ’ থেকে দুইশ’ বলি এ খেলায় অংশগ্রহণ করবে। খেলায় ১ জনকে চ্যাম্পিয়ন ও ১ জনকে রানার্সআপ পুরস্কার দেয়া হবে। এ ছাড়া খেলায় অংশগ্রহণকারী ৪০ থেকে ৪৫ জনকে পুরস্কার দেয়া হবে। খেলা ও বৈশাখী মেলায় লাখ লাখ মানুষের সমাগম ঘটবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে বলি খেলা ও বৈশাখী মেলাকে ঘিরে লালদীঘি ও আশপাশের এলাকাজুড়ে প্রায় দুই কিলোমিটার বিস্তৃত এলাকায় গত তিন দিন ধরে ফুটপাত দখল করে বসেছে নানা রকম পণ্যের ভাসমান দোকান।